অনলাইন পরীক্ষা - ২ (১৭/০৮/২২ ইং)


মোট প্রশ্ন ৩০টি, পূর্ণমান: ৩০, 
পরীক্ষার সময় থাকবে: ১৫ মিনিট
(বাংলা ৬টি, ইংরেজি ৬টি, সাধারণ জ্ঞান ৬টি 
এবং টেকনিক্যাল থেকে ১২ টি)
ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে (শুধুমাত্র মেরিট পরীক্ষার ক্ষেত্রে)।

বি:দ্র: রাত ১০ টার পরীক্ষায় যারা অংশ নেবেন শুধু তাদের মেরিট লিস্ট দেয়া হয়। যারা ১০ টায় পরীক্ষা দিতে পারবেননা তারা মেরিট লিস্ট প্রকাশের পরে পরীক্ষার প্রশ্নটি দেখতে পাবেন এবং পরীক্ষা দিতে পারবেন।

মেরিট পরীক্ষায় অংশ নেয়ার জন্য রোল লাগবে রোলেন জন্য <<রেজিস্ট্রেশন করুন>>>


আপনি কি আগের পরীক্ষাগুলো দিয়েছেন?
যদি না দিয়ে থাকেন তবে এখন দিতে পারবেন। পূর্ববর্তী সকল পরীক্ষার লিংক পেতে 
পরীক্ষার কিছু প্রশ্নত্তর দেখুন। সম্পূর্ণ প্রশ্ন পেতে পরীক্ষা দিন। ০১.  জরুরি প্রসব সেবা (EOC) কোন সেবা কেন্দ্রে পাওয়া যায় না? (ক) সদর হাসপাতাল (খ) ইউনিয়ন সাবসেন্টার  ✔ (গ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ঘ) মেডিকেল কলেজ হাসপাতাল ০২.  থাইল্যান্ডের মুদ্রার নাম কী? (ক) বাথ  ✔ (খ) রুপি (গ) ইয়াং (ঘ) ইয়েন ০৩.  He — home yesterday. (ক) has come (খ) came  ✔ (গ) comes (ঘ) come ০৪.  ১৯৭২ সালের ৩০ জানুয়ারি নিখোঁজ ও শহীদ হন কে? (ক) জহির রায়হান  ✔ (খ) মুনির চৌধুরী (গ) আব্দুল হাই (ঘ) মাহবুবুল আলম ০৫.  গ্লোমারােলােনেফ্রাইটিস কোন অংশের অসুখ? (ক) হার্ট (খ) কিডনী  ✔ (গ) লিভার (ঘ) ব্রেইন ০৬.  দুগ্ধদানকারী মা (Lactating mother) এর জন্য কোন Mineral টি অত্যন্ত জরুরি? (ক) জিংক (খ) আয়ােডিন (গ) ক্যালসিয়াম  ✔ (ঘ) আয়রন ০৭.  মুনীর চৌধুরী শহীদ হন কোন সালে? (ক) ১৯৬৮ (খ) ১৯৬৯ (গ) ১৯৭০ (ঘ) ১৯৭১  ✔ ০৮.  নিম্নের কোনটি মানবদেহের পুলিশ ম্যান হিসেবে কাজ করে? (ক) শ্বেত কণিকা‌  ✔ (খ) লােহিত কণিকা (গ) অনুচক্রিকা (ঘ) প্লাজমা ০৯.  The patient will — soon. (ক) come in (খ) come round  ✔ (গ) come off (ঘ) come by ১০.  I said to him, "Is he a Doctor?" Turn the sentence into indirect speech. (ক) I said to him that he was a doctor. (খ) I said to him whether he is a doctor. (গ) I asked him whether he was a doctor.  ✔ (ঘ) I asked him whether he is a doctor.
পরবর্তী পরীক্ষার রুটিন দেখতে 

Next Post 30 seconds.