অনলাইন পরীক্ষা - ২ এর উত্তরপত্র (১৭/০৮/২২ইং)

অনলাইন পরীক্ষা - ০২ এর লিংক:

অনলাইন পরীক্ষা - ২ এর উত্তরপত্র
তারিখ: ১৭/০৮/২০২২ ইং
====================

০১. জরুরি প্রসব সেবা (EOC) কোন সেবা কেন্দ্রে পাওয়া যায় না?
(ক) সদর হাসপাতাল
(খ) ইউনিয়ন সাবসেন্টার ✔
(গ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
(ঘ) মেডিকেল কলেজ হাসপাতাল

০২. থাইল্যান্ডের মুদ্রার নাম কী?
(ক) বাথ ✔
(খ) রুপি
(গ) ইয়াং
(ঘ) ইয়েন

০৩. He — home yesterday.
(ক) has come
(খ) came ✔
(গ) comes
(ঘ) come

০৪. ১৯৭২ সালের ৩০ জানুয়ারি নিখোঁজ ও শহীদ হন কে?
(ক) জহির রায়হান ✔
(খ) মুনির চৌধুরী
(গ) আব্দুল হাই
(ঘ) মাহবুবুল আলম

০৫. গ্লোমারােলােনেফ্রাইটিস কোন অংশের অসুখ?
(ক) হার্ট
(খ) কিডনী ✔
(গ) লিভার
(ঘ) ব্রেইন

০৬. দুগ্ধদানকারী মা (Lactating mother) এর জন্য কোন Mineral টি অত্যন্ত জরুরি?
(ক) জিংক
(খ) আয়ােডিন
(গ) ক্যালসিয়াম ✔
(ঘ) আয়রন

০৭. মুনীর চৌধুরী শহীদ হন কোন সালে?
(ক) ১৯৬৮
(খ) ১৯৬৯
(গ) ১৯৭০
(ঘ) ১৯৭১ ✔

০৮. নিম্নের কোনটি মানবদেহের পুলিশ ম্যান হিসেবে কাজ করে?
(ক) শ্বেত কণিকা‌ ✔
(খ) লােহিত কণিকা
(গ) অনুচক্রিকা
(ঘ) প্লাজমা

০৯. The patient will — soon.
(ক) come in
(খ) come round ✔
(গ) come off
(ঘ) come by

১০. I said to him, "Is he a Doctor?" Turn the sentence into indirect speech.
(ক) I said to him that he was a doctor.
(খ) I said to him whether he is a doctor.
(গ) I asked him whether he was a doctor. ✔
(ঘ) I asked him whether he is a doctor.

১১. মাতৃদুগ্ধদান কালীন mastitis এর complication—

(ক) Breast lump
(খ) Breast nodule
(গ) Breast cancer
(ঘ) Breast abscess ✔

১২. জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৪১ সাল
(খ) ১৯৪৮ সাল
(গ) ১৯৪৫ সাল ✔
(ঘ) ১৯৪৯ সাল

১৩. এশিয়ার নােবেল নামে খ্যাত—
(ক) পদ্মভূষণ
(খ) ম্যাগসেসে ✔
(গ) আগাখান পুরস্কার
(ঘ) পুলিতজার

১৪. ‘গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ—
(ক) বেহিসাবি
(খ) ভূমিকা ✔
(গ) অলস
(ঘ) অপদার্থ

১৫. Some days— since my father died.
(ক) are passed
(খ) passed
(গ) have passed ✔
(ঘ) had passed

১৬. LARC এর অন্তর্গত নয়—
(ক) Inj DMPA
(খ) CT insertion
(গ) Implanon
(ঘ) OC pill ✔

১৭. Ventous delivery কখন করতে হয়?
(ক) 1st stage of labour
(খ) 2nd stage of labour ✔
(গ) Membrane rupture হওয়ার পূর্বে
(ঘ) Fetus এ caput Formation হলে

১৮. ‘আত্মজা’র সমার্থক শব্দ কোনটি?
(ক) দুহিতা ✔
(খ) রমণী
(গ) ঈশ্বর
(ঘ) জায়া

১৯. নিরাপদ মাতৃত্ব দিবস কবে?
(ক) ২৪ মে
(খ) ২৬ মে
(গ) ২৮ মে ✔
(ঘ) ৩০ মে

২০. Female urethra এর length—
(ক) 4 cm ✔
(খ) 6 cm
(গ) 8 cm
(ঘ) 12 cm

২১. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?
(ক) নবান্ন
(খ) রাজা ✔
(গ) ইডিপাস
(ঘ) কৃষ্ণকুমারী

২২. যুক্তরাষ্ট্রের নারীগণ কোন সালে ভােটাধিকার অর্জন করেন?
(ক) ১৯০২
(খ) ১৯২০ ✔
(গ) ১৯৩১
(ঘ) ১৯৪৭

২৩. হৃৎপিণ্ডের জন্মগত ত্রুটি কোনটি?
(ক) Acromegaly
(খ) Hepatitis
(গ) Ventricular Septal Defect ✔
(ঘ) Appendicitis

২৪. তীব্র শ্বাসকষ্টের তাৎক্ষণিক চিকিৎসা কি?
(ক) Supine position oxygen
(খ) Recumbent position
(গ) Prop up position oxygen ✔
(ঘ) I. V. Fluid

২৫. প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?
(ক) আবুল ফজল
(খ) আব্দুল হাই
(গ) এ কাজেম আল কোরেশী
(ঘ) শেখ আজিজুর রহমান ✔

২৬. The antonym of the word 'smooth' is—
(ক) hard
(খ) rough ✔
(গ) sharp
(ঘ) plain

২৭. Find out the correct sentence.
(ক) More you read more you learn
(খ) The more you read more you learn
(গ) More you read, the more you learn
(ঘ) The more you read the more you learn ✔

২৮. Central Vein Catheter কোন শিরাতে দেওয়া হয় না?
(ক) Internal jugular Vein
(খ) Subclavian Vein
(গ) Inferior Vena Cava ✔
(ঘ) Femoral Vein

২৯. নিশীথ সূর্যের দেশ কোনটি?
(ক) সুইডেন
(খ) ফিনল্যান্ড
(গ) ইংল্যান্ড
(ঘ) নরওয়ে ✔

৩০. Server Anaphylaxis এর তাৎক্ষণিক চিকিত্স কি?
(ক) Atropine
(খ) Adrenaline ✔
(গ) Digoxin
(ঘ) Amynophilline