অনলাইন পরীক্ষা - ২৯ এর উত্তরপত্র

 অনলাইন পরীক্ষা - ২৯ এর লিংক
অনলাইন পরীক্ষা - ২৯ এর উত্তরপত্র
তারিখ: ১২/১০/২২ ইং
============= 


০১. কোন রােগ প্রতিরােধের জন্য বিসিজি টিকা দেয়া হয়?
(ক) কলেরা
(খ) যক্ষ্মা  ✓
(গ) ধনুষ্টংকার
(ঘ) টাইফয়েড
 
০২. EPI প্রকল্পে সাহায্য দানকারী সংস্থা কোনটি?
(ক) ইউনেস্কো
(খ) ডব্লিউটিও
(গ) ইউনিসেফ  ✓
(ঘ) ইউএনএফপিএ
 
০৩. বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI) গ্রহণ করে কবে?
(ক) ১৯৭৮ সালের ৭ এপ্রিল
(খ) ১৯৭৯ সালের ৭ এপ্রিল  ✓
(গ) ১৯৮০ সালের ৭ এপ্রিল
(ঘ) ১৯৮১ সালের ৭ এপ্রিল
 
০৪. টিটি টিকা কয় ডোজ নিতে হয়?
(ক) ৩ ডােজ
(খ) ৪ ডােজ
(গ) ৫ ডােজ  ✓
(ঘ) ৬ ডােজ
 
০৫. পােলিওতে অধিক আক্রান্ত হয় কারা?
(ক) কিশােররা
(খ) বৃদ্ধরা
(গ) নারীরা
(ঘ) শিশুরা  ✓

০৬. ডিএনএ (DNA) কে আবিষ্কার করেছেন?
(ক) জেমস ওয়াটসন  ✓
(খ) গ্রেগর মেন্ডেল
(গ) জোহানসেন
(ঘ) হরগোবিন্দ খোরানা
 
০৭. DNA -এর পূর্ণরূপ কি?
(ক) Deoxarebo Nucleic Acid.
(খ) Deoxirybo Nucleic Acid.
(গ) Deoxyribo Nucleic Acid.  ✓
(ঘ) Dexyrib Nucleic Acid.
 
০৮. কবে আন্তর্জাতিকভাবে HGP গঠিত হয়?
(ক) ১৯৮৭
(খ) ১৯৮৮
(গ) ১৯৮৯
(ঘ) ১৯৯০  ✓
 
০৯. বাংলাদেশে কয়টি ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি রয়েছে?
(ক) ১টি
(খ) ২টি  ✓
(গ) ৩টি
(ঘ) ৪টি
 
১০. বাংলাদেশে পরমাণু চিকিৎসা কেন্দ্রগুলাে পরিচালনা করে কোন সংস্থা?
(ক) স্বাস্থ্য অধিদপ্তর
(খ) পরমাণু শক্তি কমিশন  ✓
(গ) বঙ্গবন্ধু মেডিকেল
(ঘ) ঢাকা মেডিকেল
 
১১. বাংলাদেশে প্রথম লিথােস্টার প্লাস কোথায় স্থাপন করা হয়?
(ক) মিটফোর্ড মেডিকেল কলেজে
(খ) ঢাকা মেডিকেল কলেজে
(গ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে  ✓
(ঘ) বারডেম হাসপাতালে
 
১২. বিনা অপারেশনে কিডনি ও গলব্লাডার স্টোন অপসারণের যন্ত্রের নাম কি? 
(ক) টমােগ্রাফি
(খ) পেসমেকার
(গ) কেমােথেরাপি
(ঘ) লিথােস্টার প্লাস  ✓

১৩. বাংলাদেশে কেন্দ্রীয়ভাবে ডিএনএ টেস্ট কার্যক্রম শুরু হয় কবে?
(ক) ২০০৪
(খ) ২০০৫
(গ) ২০০৬  ✓
(ঘ) ২০০৭
 
১৪.  বাংলাদেশে প্রথম কৃত্রিম পা সংযােজন কেন্দ্র কৰে চালু করা হয়?
(ক) ১০ জুলাই ১৯৯১
(খ) ১০ জুলাই ১৯৯২
(গ) ১০ জুলাই ১৯৯৩  ✓
(ঘ) ১০ জুলাই ১৯৯৪
 
১৫. ডিএনএর গঠন আবিষ্কার করায় ফ্রান্সিস ক্রিক ও জেমস ওয়াটসন কবে নােবেল পুরস্কার লাভ করেন?
(ক) ১৯৬১ সালে
(খ) ১৯৬২ সালে  ✓
(গ) ১৯৬৩ সালে
(ঘ) ১৯৬৪ সালে
 
১৬. ক্লোন মানব শিশুর জন্মদাতা প্রতিষ্ঠানের নাম কি?
(ক) ক্রোনাইস
(খ) ক্লোনাইড  ✓
(গ) ক্লোনাইজ
(ঘ) ক্রোনাইজ
 
১৭. হিউম্যান জিনােমের খসড়া ম্যাপ বা মানচিত্র তৈরি সম্পন্ন হয় কবে?
(ক) ২৬ জুন, ২০০৩
(খ) ২৬ জুন, ২০০২
(গ) ২৬ জুন, ২০০১
(ঘ) ২৬ জুন, ২০০০  ✓

১৮. বিশ্বে প্রথম বহুকোষী জীবের জিনোম ডিকোড কবে করা হয়?
(ক) ১৯৯৮ সালে  ✓
(খ) ১৯৯৯ সালে
(গ) ১৯৯৭ সালে
(ঘ) ১৯৯৬ সালে
 
১৯. ইভের জন্মদাতা বিজ্ঞানীর নাম কি?
(ক) গ্যালিলিও
(খ) টমাস আলভা এডিসন
(গ) ড. ব্রিজিত বােইসেলিয়া  ✓
(ঘ) গ্রেগর মেন্ডেল
 
২০. শিশুকে কত বছর বয়সের মধ্যে ৬টি অত্যাবশ্যকীয় টিকা প্রদান করতে হয়?
(ক) ১ বছরের মধ্যে  ✓
(খ) ২ বছরের মধ্যে
(গ) ৩ বছরের মধ্যে
(ঘ) ৪ বছরের মধ্যে
 
২১. মায়ের টিটি টিকা না নেয়া থাকলে নবজাত সন্তানের কি রােগ হবার আশঙ্কা খুব বেশি থাকে?
(ক) যক্ষ্মা
(খ) ডিপথেরিয়া
(গ) ধনুষ্টঙ্কার  ✓
(ঘ) পােলিও
 
২২. মা ও শিশুস্বাস্থ্য পক্ষ পালন শুরু হয় কবে থেকে?
(ক) ১৯৯৩ সাল থেকে
(খ) ১৯৯৪ সাল থেকে  ✓
(গ) ১৯৯৫ সাল থেকে
(ঘ) ১৯৯৬ সাল থেকে
 
২৩. মায়েদের গর্ভধারণের সঠিক সময় কোনটি?
(ক) ১৮ থেকে ৩০ বছরের মধ্যে
(খ) ২০ থেকে ৩৫ বছরের মধ্যে  ✓
(গ) ২৫ থেকে ৪০ বছরের মধ্যে
(ঘ) ২০ থেকে ৪০ বছরের মধ্যে
 
২৪. কোন রোগে শিশুদের হাত ও পা ধনুকের মতো বাঁকা হয়ে যায়?
(ক) গলগন্ড
(খ) পেলেগ্রা
(গ) পােলিও
(ঘ) রিকেটস্  ✓

২৫.  কোন দেশ মা ও শিশু স্বাস্থ্যের জন্য সবচেয়ে ঝুকিপূর্ণ ?
(ক) মালি  ✓
(খ) সৌদি
(গ) মরিচা
(ঘ) ডুবাই
 
২৬. দেশে জাতীয় টিকা দিবস কর্মসূচি কবে গ্রহণ করা হয়?
(ক) ১৯৯৮ সালে
(খ) ১৯৯৬ সালে
(গ) ১৯৯৫ সালে  ✓
(ঘ) ১৯৯৭ সালে
 
২৭. নারীর স্বাস্থ্য ঝুঁকি কমানাের জন্য কত বছর বয়সের আগে সন্তান নেয়া উচিত নয়? 
(ক) ১৮ বছর
(খ) ২০ বছর  ✓
(গ) ২২ বছর
(ঘ) ২৪ বছর
 
২৮. মুখে খাওয়ার পােলিও টিকা কবে আবিষ্কৃত হয়?
(ক) ১৯৬০ সালে
(খ) ১৯৬১ সালে
(গ) ১৯৬২ সালে  ✓
(ঘ) ১৯৬৩ সালে
 
২৯.  এএফপি কি?
(ক) এজেন্সি ফ্রান্স-প্রেস
(খ) অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস  ✓
(গ) এজেন্সি ফ্ল্যাসিড প্যারালাইসিস
(ঘ) অ্যাকিউট ফ্রান্স-প্রেস
 
৩০. কৃত্রিম উপায়ে প্রথম জিন কবে তৈরি করা সম্ভব হয়?
(ক) ১৯৬৮ সালে
(খ) ১৯৬৯ সালে
(গ) ১৯৭১ সালে
(ঘ) ১৯৭০ সালে  ✓