অনলাইন পরীক্ষা - ২৮ এর উত্তরপত্র

 অনলাইন পরীক্ষা - ২৮ এর লিংক
অনলাইন পরীক্ষা - ২৮ এর উত্তরপত্র
তারিখ: ১০/১০/২২ ইং
============= 


০১.  কোনটি ম্যালেরিয়ার ওষুধ নয়?
(ক) ক্লোক্সাসিলিন
(খ) ক্লোরোকুইন
(গ) মেফলোকুইন
(ঘ) পাইরামিথামিন + সালফাডক্সিন  ✓
 
০২. মাথায় টাক পড়া রােগ কি নামে পরিচিত?
(ক) থ্যালাসিমিয়া
(খ) অ্যালােপেসিয়া  ✓
(গ) ম্যালােসিস
(ঘ) স্ক্যানারাইন
 
০৩. ম্যালেরিয়া দিক থেকে সর্বোচ্চ ঝুঁকিসম্পন্ন দেশ-
(ক) বাংলাদেশ
(খ) মিয়ানমার  ✓
(গ) ভারত
(ঘ) ইরাক
 
০৪. হাসপাতালে ব্যবহৃত অক্সিজেনে অক্সিজেনের পরিমাণ কত?
(ক) শতকরা ৯৫ ভাগ
(খ) শতকরা ৯০ ভাগ
(গ) শতকরা ৮৮ ভাগ
(ঘ) শতকরা ৯৩ ভাগ  ✓
 
০৫. গর্ভাবস্থায় মায়েদের জন্য কোন টিকা অত্যাবশ্যকীয়?
(ক) বিসিজি
(খ) টিটি  ✓
(গ) বিপিটি
(ঘ) ডিপিটি
 
০৬. পেলেগ্রা রােগ হয় কেন?
(ক) ভিটামিন 'B'-এর অভাবে  ✓
(খ) ভিটামিন 'C'-এর অভাবে
(গ) ভিটামিন 'D'-এর অভাবে
(ঘ) ভিটামিন 'E'-এর অভাবে
 
০৭.  আর্সেনিকের প্রতীক কি?
(ক) Ab
(খ) Ac
(গ) As  ✓
(ঘ) Ad
 
০৮. ধূমপানের ফলে দেখা দিতে পারে –
(ক) হার্ট অ্যাটাক
(খ) স্ট্রোক
(গ) ফুসফুসের ক্যান্সার
(ঘ) উপরের সবগুলােই  ✓
 
০৯. পাকস্থলীতে কোন আকারের ওষুধ তাড়াতাড়ি শােষিত হয়?
(ক) তরল  ✓
(খ) ক্যাপসুল
(গ) ট্যাবলেট
(ঘ) পাউডার
 
১০. ‘সিঙ্কোনা' কোন রােগের চিকিত্সায় ব্যবহৃত হয়?
(ক) আমাশয়
(খ) ম্যালেরিয়া  ✓
(গ) কালাজুর
(ঘ) এইডস
 
১১.  ভিটামিন 'এ' র রাসায়নিক নাম –
(ক) অ্যাসকরবিক
(খ) রিবােফ্লোবিন
(গ) শিয়ামিন
(ঘ) রেটিনাল  ✓
 
১২. এনজিও প্লাস্টি হচ্ছে -----
(ক) হৃৎপিণ্ডের নতুন শিরা সংযোজন
(খ) হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
(গ) হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো  ✓
(ঘ) হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
 
১৩. কোন রােগ জোড়টি সাধারণত মানবদেহে একাধিক বার হয় না?
(ক) বসন্ত, হাম  ✓
(খ) কলেরা, বসন্ত
(গ) হাম, টাইফয়েড
(ঘ) বসন্ত, টাইফয়েড
 
১৪.  হার্ট সাউন্ড কত ধরনের?
(ক) এক ধরনের
(খ) দুই ধরনের
(গ) তিন ধরনের
(ঘ) চার ধরনের  ✓
 
১৫. গ্লুকোমা কি ?
(ক) চোখের রােগ  ✓
(খ) অপুষ্টিজনিত রােগ
(গ) চর্মরােগ
(ঘ) একজিমা
 
১৬. ক্লোরােফরম ব্যবহৃত হয়---
(ক) জীবাণুনাশক হিসেবে
(খ) চেতনা লােপ করার কাজে  ✓
(গ) ক্যান্সার রােগের চিকিৎসায়
(ঘ) অত্যাধুনিক ইলেকট্রনিক প্রযুক্তিতে
 
১৭. স্মরণশক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে?
(ক) আয়রন, জিংক  ✓
(খ) কার্বনেট, ম‍্যাঙ্গানিজ
(গ) কপার, অ‍্যালুমিনিয়াম
(ঘ) ম‍্যাগনেসিয়াম, সালফার
 
১৮. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলে?
(ক) ইলেক্ট্রোমেডিসিন
(খ) ই - ট্রিটমেন্ট
(গ) জায়মা প্লাজমা
(ঘ) টেলিমেডিসিন  ✓
 
১৯.  কোয়াশিয়রকর রোগ কিসের অভাবে হয় ? 
(ক) শর্করা
(খ) ভিটামিন ই
(গ) আমিষ  ✓
(ঘ) খনিজ
 
২০. বন্যার পর কোন অসুখের প্রাদুর্ভাব বেশি দেখা যায়?
(ক) ডেঙ্গু
(খ) জ্বর
(গ) ডায়রিয়া  ✓
(ঘ) চুলকানি
 
২১. ডায়াবেটিস রােগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলে
(ক) এ রোগ মানবদেহের কিডনী নষ্ট করে।
(খ) চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।  ✓
(গ) ইনসুলিনের অভাবে এ রোগ হয়।
(ঘ) এ রোগ হলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়।
 
২২.  রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?
(ক) বেলে মাছ
(খ) পালং শাক
(গ) খাসির মাংস  ✓
(ঘ) মুরগির মাংস
 
২৩. ইবােলা ভাইরাসে আক্রান্তের লক্ষণ কি?
(ক) উচ্চ রক্তচাপ
(খ) খিচুনি
(গ) মাড়িতে রক্তক্ষরণ
(ঘ) গলা ব্যথা  ✓
 
২৪. হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র।
(ক) গ্যালভানোমিটার
(খ) কার্ডিওগ্রাফ  ✓
(গ) স্টেথোস্কোপ
(ঘ) কম্পাস
 
২৫. আকুপাংচার হলাে—
(ক) জাপানের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
(খ) মিশরের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
(গ) চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি  ✓
(ঘ) ভারতের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
 
২৬. কোন রােগের নির্দিষ্ট লক্ষণ নেই?
(ক) এইডস
(খ) গনোরিয়া  ✓
(গ) গলগণ্ড রােগ
(ঘ) গােদ রােগ
 
২৭. ব্রকোস্কোপ কি কাজে ব্যবহৃত হয়?
(ক) কিডনির রােগ নির্ণয়ে
(খ) পাকস্থলীর রােগ নির্ণয়ে
(গ) জিহ্বার রােগ নির্ণয়ে  ✓
(ঘ) অন্ত্রের রােগ নির্ণয়ে
 
২৮. কখন ক্ষুরা রােগের প্রাদুর্ভাব ঘটে?
(ক) সাধারণত বর্ষাকালে  ✓
(খ) সাধারণত শীতকালে
(গ) গ্রীষ্মকালে
(ঘ) বসন্ত কালে
 
২৯. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?
(ক) ৩২
(খ) ৩৩  ✓
(গ) ৩৪
(ঘ) ৩৫
 
৩০. জ্বর হলে PH-এর কি পরিবর্তন হয়?
(ক) বেরে যায়
(খ) কমে যায়  ✓
(গ) একই থাকে
(ঘ) কোনােটিই নয়