অনলাইন পরীক্ষা - ২৬ এর উত্তরপত্র

 অনলাইন পরীক্ষা - ২৬ এর লিংক
অনলাইন পরীক্ষা - ২৬ এর উত্তরপত্র
তারিখ: ০৬/১০/২২ ইং
============= 

০১. বিশ্ব স্বাস্থ্য সংস্থার এইডস রোগীর ওষুধ তালিকায় বাংলাদেশের তৈরি ওষুধ কবে অন্তর্ভুক্ত হয়?
(ক) ২০০৩ সালে  ✓
(খ) ২০০২ সালে
(গ) ২০০৪ সালে
(ঘ) ২০০৫ সালে
 
০২. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কবে প্রতিষ্ঠিত হয়?
(ক) ৭ জুন ১৯৪৮
(খ) ৭ জুলাই ১৯৪৮
(গ) ৭ এপ্রিল ১৯৪৮  ✓
(ঘ) ৭ মে ১৯৪৮
 
০৩. বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
(ক) ঢাকা সায়েন্স ল্যাবরেটরিতে
(খ) ঢাকা বিশ্ববিদ্যালয়  ✓
(গ) গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা
(ঘ) গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী
 
০৪.  NIPORT কোথায় অবস্থিত?
(ক) আজিমপুর, ঢাকা  ✓
(খ) শাহবাগ, ঢাকা
(গ) সাভার, ঢাকা
(ঘ) টঙ্গী, গাজীপুর
 
০৫. দেশের একমাত্র সরকারি ওষুধ তৈরি প্রতিষ্ঠানের নাম কি?
(ক) ইডিসিএম
(খ) ইসিডিএল
(গ) ইডিসিএন
(ঘ) ইডিসিএল  ✓

০৬. বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম ---
(ক) এমিরেটস ফ্রেন্ডশিপ হাসপাতাল
(খ) জীবন তরঙ্গ
(গ) জীবন তরী  ✓
(ঘ) জীবন সাগর
 
০৭.  রেডক্রসের প্রতীক কি?
(ক) নীল ক্রিসেন্ট
(খ) নীলক্রস
(গ) রেডক্রাস
(ঘ) রেডক্রস  ✓
 
০৮.  ‘অরবিস’ কি ?
(ক) উড়ন্ত কিডনি হাসপাতাল
(খ) উড়ন্ত চক্ষু হাসপাতাল  ✓
(গ) উড়ন্ত হৃদরোগ হাসপাতাল
(ঘ) বোমারু বিমান
 
০৯.  WHO এর মহাপরিচালক কে?
(ক) Tedros Adhanom  ✓
(খ) Henry Dunant
(গ) Baden Powell
(ঘ) Paul P. Harris
 
১০. Red Cross-এর প্রতিষ্ঠাতা কে?
(ক) ব্যাডেন পাওয়েল
(খ) পল পি হ্যারিস
(গ) আলফ্রেড নোবেল
(ঘ) হেনরি ডুনান্ট  ✓

১১. বাংলাদেশে দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের স্বাস্থ্যসেবা ও সেবা কেন্দ্রগুলাের পরিচিতির প্রতীক (লােগাে) কি?
(ক) সবুজ ছাতা
(খ) সূর্যের হাসি
(গ) চাঁদের হাসি
(ঘ) রংধনু  ✓

১২. রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) জেনেভা, সুইজারল্যান্ড  ✓
(খ) ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
(গ) হেগ, নেদারল্যান্ডস
(ঘ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
 
১৩. সবুজ ছাতা কিসের প্রতীক?
(ক) যক্ষ্মা হাসপাতালের
(খ) পারিবারিক স্বাস্থসেবার  ✓
(গ) কলেরা হাসপাতালের
(ঘ) চক্ষু হাসপাতালের
 
১৪. 'ভিশন 2020' হলো-
(ক) দারিদ্র দূরীকরণ পরিকল্পনা
(খ) খাদ্য নিরাপত্তা নিশ্চতকরণ পরিকল্পনা
(গ) অন্ধত্ব দূরীকরণ পরিকল্পনা  ✓
(ঘ) দুনীর্তির নির্মূলকরণ প্রকল্প
 
১৫. কুষ্ঠ রোগের চিকিৎসা কেন্দ্র কোথায় অবস্থিত?
(ক) নীলফামারী  ✓
(খ) ঢাকা
(গ) খুলনা
(ঘ) ঝালকাঠী
 
১৬.  "বেবি জিংক" কোন প্রতিষ্ঠান আবিষ্কার করে?
(ক) আইডিসিসিআর,বি
(খ) আইসিডিডিআর,বি  ✓
(গ) ইউনিসেফ
(ঘ) আইসিএসআইডি
 
১৭. DAB-এর পূর্ণরূপ কি?
(ক) Devils are bright
(খ) Detective area Branch
(গ) Diabetic Association of Bangladesh  ✓
(ঘ) Diabetic Analysis Board
 
১৮. আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজটি কোথায় অবস্থিত?
(ক) পাবনা সেনানিবাসে
(খ) ঢাকা ক্যান্টনমেন্টের অভ্যন্তরে  ✓
(গ) গাজীপুর সেনানিবাসে
(ঘ) পুলিস হসপিতাল
 
১৯. বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল কোথায় অবস্থিত?
(ক) হেমায়েতপুর  ✓
(খ) শৈয়তপুর
(গ) দিনাজপুর
(ঘ) রংপুর
 
২০.  বাংলাদেশে কয়টি পরমাণু চিকিৎসা কেন্দ্র রয়েছে?
(ক) ১৩টি
(খ) ১৪টি
(গ) ১৫টি  ✓
(ঘ) ১৬টি
 
২১. NPC-এর পূর্ণরূপ—
(ক) National Productivity Counter
(খ) National Population Council  ✓
(গ) National Program Counter
(ঘ) National Personal Computer
 
২২. বর্তমান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রীর নাম কি?
(ক) জাহিদ মালেক  ✓
(খ) ফরহাদ হোসেন
(গ) জাহিদ ফারুক
(ঘ) ফৌজিয়া মালেক
 
২৩. NIPORT কত সালে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৭৬ সালে
(খ) ১৯৭৭ সালে  ✓
(গ) ১৯৭৮ সালে
(ঘ) ১৯৭৯ সালে
 
২৪. ইউনিয়ন পর্যায়ে সরকারি হাসপাতালের নাম কি?
(ক) কমিউনিটি হাসপাতাল
(খ) পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক
(গ) পরিবারকল্যাণ কেন্দ্র  ✓
(ঘ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
 
২৫.  বাংলাদেশের প্রথম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নাম কি?
(ক) জহুর আহমেদ চৌধুরী  ✓
(খ) জাহিদ মালেক স্বপন
(গ) জনাব ফরহাদ হোসেন
(ঘ) জনাব নসরুল হামিদ
 
২৬. ‘বিশ্বজুড়ে জীবন বাঁচানাের জ্ঞানের উৎস’ কোন সংস্থার প্রাতিষ্ঠানিক স্লোগান?
(ক) ইউনেস্কো
(খ) ইউনিসেফ
(গ) আইসিএসআইডি
(ঘ) আইসিডিডিআর,বি  ✓

২৭. জনসংখ্যা বৃদ্ধির হার সার্বধিক কোন দেশ?
(ক) সিরিয়া
(খ) বাহরাইন  ✓
(গ) লিথুয়ানিয়া
(ঘ) কাতার
 
২৮. ২২ নভেম্বর ২০০৮ দেশে তৃতীয় ভাসমান হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করে---
(ক) বীরশ্রেষ্ঠ ভ্রাম্যমাণ হাসপাতাল
(খ) লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল
(গ) এমিরেটস ভাসমান ফ্রেন্ডশিপ হাসপাতাল  ✓
(ঘ) জীবন তরী
 
২৯. “বেবি জিঙ্ক’’ ট্যাবলেটের বাজারজাত কবে উদ্বোধন করা হয়?
(ক) ২৬ নভেম্বর ২০০৬
(খ) ২৩ নভেম্বর ২০০৬  ✓
(গ) ২৬ ডিসেম্বর ২০০৬
(ঘ) ২৬ মে ২০০৬
 
৩০. ঢাকা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৪৬ সালের ১০ জুলাই  ✓
(খ) ১৯৪৬ সালের ৩০ জুলাই
(গ) ১৯৪৬ সালের ১০ আগস্ট
(ঘ) ১৯৪৬ সালের ৩০ আগস্ট