অনলাইন পরীক্ষা - ২৩ এর উত্তরপত্র

অনলাইন পরীক্ষা - ২৩ এর লিংক

অনলাইন পরীক্ষা - ২৩ এর উত্তরপত্র
তারিখ: ২৮/০৯/২২ ইং
============= 
০১. যকৃতের নিচের অংশে কোনটি থাকে?
(ক) পিত্তনালি
(খ) লালাগ্রন্থি
(গ) অগ্ন্যাশয়
(ঘ) পিত্তথলি  ✓

০২. দেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ কোনটি?
(ক) স্যাকুলাস
(খ) ইউট্রিকুলাস  ✓
(গ) অর্গান অব কর্টি
(ঘ) মেমব্রেনাস ল্যাবিরিন্থ
 
০৩. খারাপ কোলেস্টেরল কোনটি?
(ক) LDL  ✓
(খ) HDL
(গ) BDL
(ঘ) CDL
 
০৪. বৃহদান্ত্রের সিকামের সাথে কোনটি যুক্ত থাকে?
(ক) মলাশয়
(খ) অ্যাপেনডিক্স  ✓
(গ) গ্রিবা
(ঘ) কোলন
 
০৫. জীবনীশক্তির মূল কী?
(ক) রক্ত  ✓
(খ) লসিকা
(গ) আমিষ
(ঘ) ভিটামিন
 
০৬. এন্টিবডি থাকে না নিচের কোন গ্রুপের রক্তে?
(ক) A
(খ) AB  ✓
(গ) O
(ঘ) B
 
০৭. কোন জাতীয় ওষুধ সেবন করলে বাতজ্বরের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়?
(ক) পেনিসিলিন  ✓
(খ) এজিথ্রোমাইসিন
(গ) রিবােফ্লাবিন
(ঘ) প্যারাসিটামল
 
০৮. মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
(ক) ১৫ ইঞ্চি (প্রায়)
(খ) ১৭ ইঞ্চি (প্রায়)
(গ) ১৮ ইঞ্চি (প্রায়)  ✓
(ঘ) ইঞ্চি (প্রায়)
 
০৯. মানবদেহের ১২তম করােটিক স্নায়ুর নাম কি?
(ক) হাইপােগ্লসাল  ✓
(খ) গ্রুসােফ্যারিঞ্জিয়াল
(গ) ভেসটিলাে কক্লিয়ার
(ঘ) ট্রাইজেমিনাল
 
১০. দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি?
(ক) হিউমেরাস
(খ) ফিমার
(গ) এনামেল  ✓
(ঘ) রেডিও আলনা
 
১১.  বক্ষপিঞ্জরে মােট কয়টি অস্থি রয়েছে?
(ক) ৪টি
(খ) ১৫টি
(গ) ৩৫টি
(ঘ) ২৫টি  ✓

১২. মানুষের বক্ষঅস্থিচক্রে মােট কয়টি অস্থি থাকে?
(ক) ২টি
(খ) ৪টি  ✓
(গ) ৩টি
(ঘ) ৫টি
 
১৩. কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাধায়?
(ক) অ্যামাইলেজ
(খ) টিপসিন
(গ) পেপসিন
(ঘ) রেনিন  ✓

১৪. প্রোটিন পরিপাক শুরু হয় –
(ক) পাকস্থলিতে  ✓
(খ) ক্ষুদ্রান্ত্রে
(গ) ডিওডেনামে
(ঘ) মুখে
 
১৫. দেহের কোনাে অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি?
(ক) শ্বেত কণিকা
(খ) লােহিত কণিকা
(গ) অণুচক্রিকা  ✓
(ঘ) রক্তরস
 
১৬. রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়?
(ক) লােহিত কণিকা
(খ) শ্বেত কণিকা  ✓
(গ) শ্বেত ও লােহিত কণিকা
(ঘ) কোনাে কণিকাই নয়
 
১৭. কোনটি রক্তের উপাদান নয়?
(ক) লােহিতকণিকা
(খ) শ্বেতকণিকা
(গ) বেসােফিল
(ঘ) লিউকোপ্লাস্ট  ✓

১৮. কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়?
(ক) এবি  ✓
(খ) এ
(গ) বি
(ঘ) ও
 
১৯.  ফাইব্রিনােজেন যেখানে তৈরি হয়-
(ক) শুক্রাশয়
(খ) অগ্ন্যাশয়
(গ) প্লীহা
(ঘ) যকৃত  ✓

২০. কোন হরমােন রক্তে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে?
(ক) ইনসুলিন
(খ) গ্রুকাগন
(গ) থাইরােক্যালসিটোনিন  ✓
(ঘ) থাইরক্সিন
 
২১.  নিম্নের কোনটি হৃৎপিণ্ডের স্তর নয়?
(ক) এন্ডােকার্ডিয়াম
(খ) মায়ােকার্ডিয়াম
(গ) এপিকার্ডিয়াম
(ঘ) পেরিকার্ডিয়াম  ✓

২২. হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে কি বলা হয়?
(ক) সিস্টোল
(খ) ডায়াস্টোল  ✓
(গ) উভয়ই সত্য
(ঘ) কোনােটিই নয়
 
২৩. বাম নিলয় থেকে কোন রক্তনালি বের হয়?
(ক) ঊর্ধ্ব মহাশিরা
(খ) মহাধমনি  ✓
(গ) পালমােনারী শিরা
(ঘ) পালমােনারি ধমনি
 
২৪. উচ্চ রক্তচাপের জন্য দায়ী।
(ক) থাইরয়েড গ্রন্থি
(খ) পিটুইটারি গ্রন্থি
(গ) অ্যাড্রেনালিন গ্রন্থি  ✓
(ঘ) অগ্ন্যাশয়
 
২৫. হৃৎপিণ্ডের রক্ত চলাচল কমে যাবার ফলে বুকে ব্যথা হওয়াকে কী বলে?
(ক) অ্যানজিনা  ✓
(খ) স্ট্রোক
(গ) ইস্ট্রোজেন
(ঘ) এন্ড্রোজেন
 
২৬. রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়ােজন নেই?
(ক) অণুচক্রিকা
(খ) হরমােন  ✓
(গ) ফিব্রিনােজেন
(ঘ) প্রােগ্রাম্বিন
 
২৭.  মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
(ক) প্লীহাতে  ✓
(খ) হৃদযন্ত্রে
(গ) বৃক্কে
(ঘ) ফুসফুসে
 
২৮.  পাকস্থলীর পরের অংশের নাম কি?
(ক) ফুসফুস
(খ) গলবিল
(গ) অন্ত্র  ✓
(ঘ) যকৃত
 
২৯. মানবদেহের প্রতিটি কোষে কতটি ক্রোমোজোম থাকে?
(ক) ৪৪
(খ) ২৩
(গ) ৪৬  ✓
(ঘ) ২২
 
৩০.  হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
(ক) ঐচ্ছিক
(খ) অনৈচ্ছিক
(গ) বিশেষ ধরনের ঐচ্ছিক
(ঘ) বিশেষ ধরনের অনৈচ্ছিক  ✓