অনলাইন পরীক্ষা - ১৫ এর উত্তরপত্র

 অনলাইন পরীক্ষা - ১৫ এর লিংক:
 
অনলাইন পরীক্ষা - ১৫ এর উত্তরপত্র
তারিখ:  ১০/০৯/২২ ইং
================

 ০১. সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের ---
(ক) অর্থ পরিবর্তিত হয়
(খ) অর্থের অবনতি ঘটে
(গ) সৌন্দর্য বৃদ্ধি পায়  ✓
(ঘ) সৌন্দর্য হ্রাস পায়

০২. ‘খবর’ এর সমার্থক শব্দ নয়---
(ক) বার্তা
(খ) সংবাদ
(গ) জিজ্ঞাসা  ✓
(ঘ) সন্দেশ

০৩. 'অংশু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) কুটুম
(খ) দীপ্তি  ✓
(গ) দৃষ্টি
(ঘ) উজ্জ্বল

০৪. 'নীর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) অগ্নি
(খ) চন্দ্র
(গ) বারি  ✓
(ঘ) কোনটিই না

০৫. 'অটবী' এর সমার্থক শব্দ কোনটি?
(ক) তরু
(খ) অনুরণ
(গ) নীরদ
(ঘ) কুঞ্জ  ✓

০৬. ‘শত্রু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) রিপু  ✓
(খ) ফণী
(গ) পারীন্দ্র
(ঘ) ত্রিযামা

০৭. 'বায়ু' শব্দের সমার্থক শব্দ ---
(ক) মরুৎ  ✓
(খ) তরিৎ
(গ) বিটপী
(ঘ) দামিনী

০৮. 'ঢেউ' এর সমার্থক শব্দ নয় ----
(ক) তরঙ্গ
(খ) ঊর্মি
(গ) বারিধি  ✓
(ঘ) বীচি

০৯. 'রাজা' শব্দের সমার্থক শব্দ কোনটি ?
(ক) নরেন্দ্র  ✓
(খ) জমিদার
(গ) মহেন্দ্র
(ঘ) সফেদ

১০. 'শিষ্টাচার' এর সমার্থক শব্দ কোনটি?
(ক) নিষ্ঠা
(খ) সদাচার  ✓
(গ) সততা
(ঘ) সংযম

১১. এক কথায় প্রকাশ করুন- 'উপকারীর অপকার করে যে'।
(ক) আরজ
(খ) অকৃতজ্ঞ
(গ) কৃতজ্ঞ
(ঘ) কৃতঘ্ন  ✓

১২. এক কথায় প্রকাশ করুন -' পাওয়ার ইচ্ছা'
(ক) জিগিষা
(খ) ঈপ্সা  ✓
(গ) বুভুক্ষা
(ঘ) লিপ্সা

১৩. এক কথায় প্রকাশ করুন : “কোথাও উন্নত কোথাও অবনত”---
(ক) অনুন্নত
(খ) বন্ধুর  ✓
(গ) উন্নত-অবনত
(ঘ) উবনত

১৪. এক কথায় প্রকাশ কর " দ্বারে থাকে যে ''
(ক) দ্বাররক্ষী
(খ) দৌবারিক  ✓
(গ) দ্বারিকা
(ঘ) দারোয়ান

১৫. এক কথায় প্রকাশ কর -'যা বলা হয়নি'
(ক) অউক্ত
(খ) অব্যাক্ত
(গ) অনুক্ত  ✓
(ঘ) অব্যক্ত

১৬. 'এক কথায় প্রকাশ করুন: 'অনুকরণ করার ইচ্ছা'
(ক) অনুচিকীষু
(খ) অপচিকীষার্
(গ) অনুচিকীর্ষা  ✓
(ঘ) উপচিকীর্ষু

১৭. এক কথায় প্রকাশ করুন : 'যে নারীর হিংসা নেই'
(ক) অহিংস
(খ) অবলা
(গ) প্রিয়ংবদা
(ঘ) অনসূয়া  ✓

১৮. এক কথায় প্রকাশ করুন--'শত্রুকে দমন করে যে'
(ক) শত্রুঘ্ন
(খ) অরিন্দম  ✓
(গ) অজাতশত্রু
(ঘ) কোনটিই নয়

১৯. যা কষ্টে নিবারণ করা যায় (এক কথায় প্রকাশ কর)
(ক) অনিবার্য
(খ) দুর্নিবার  ✓
(গ) অনির্বাণ
(ঘ) কোনটিই নয়

২০. 'যে জমিতে ফসাল জন্মায় না' এক কথায়-
(ক) পতিত
(খ) অনুর্বর
(গ) ঊষর  ✓
(ঘ) বন্ধ্যা

২১. ' বাগধারা ' কোথায় আলোচিত হয়?
(ক) ধ্বনিতত্ত্বে
(খ) রূপতত্ত্বে
(গ) শব্দতত্ত্বে
(ঘ) বাক্যতত্ত্বে  ✓

২২. কোন বাগধারা দ্বারা 'ভনিতা' বোঝানো হয়?
(ক) গনেশ উল্টান
(খ) গৌরচন্দ্রিকা  ✓
(গ) কুপমণ্ডুক
(ঘ) টইটুম্বুর

২৩. বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি ?
(ক) চোখের জল  ✓
(খ) চোখের বালি
(গ) চোখের মনি
(ঘ) চোখের পর্দা

২৪. নিচের কোনটি বাগধারা?
(ক) চৈত্র সংক্রান্তি
(খ) পৌষ সংক্রান্তি
(গ) শিব সংক্রান্তি
(ঘ) শিরে সংক্রান্তি  ✓

২৫. 'কাষ্ঠ হাসি' বাগধারার অর্থ হলো-
(ক) স্বেচ্ছাচারী
(খ) বিত্তশালী
(গ) শুকনো হাসি  ✓
(ঘ) গন্ড মূর্খ

২৬. যার কোনো মূল্য নেই - এর সমার্থক বাগধারা কোনটি?
(ক) ডাকা বুকো
(খ) তুলসী বনের বাঘ
(গ) কাঠের পুতুল
(ঘ) ঢাকের বায়া  ✓

২৭. 'যারা বাইরে ঠাঁট বজায় রেখে চলে।' এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
(ক) ব্যাঙের আধুলি
(খ) লেফাফা দুরুত্ব  ✓
(গ) রাশভারি
(ঘ) ভিজে বিড়াল

২৮. ‘দহরম-মহরম’- এর বিপরীত বাগধারা কোনটি ?
(ক) জিলাপির প্যাঁচ
(খ) অহিনকুল  ✓
(গ) দুধের মাছি
(ঘ) বসন্তের কোকিল

২৯. 'নদের চাঁদ' বাগধারাটি যে অর্থ প্রকাশ করে ----
(ক) কুৎসিত ব্যক্তি অথচ কর্মপটু
(খ) দুর্বল ও ব্যক্তিত্বহীন
(গ) সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ  ✓
(ঘ) গম্ভীর অথচ কর্মপটু

৩০. ’কলা দেখানো’ বাগধারার অর্থ-
(ক) লোভ দেখানো
(খ) প্রলুব্ধ করা
(গ) ফাঁকি দেওয়া  ✓
(ঘ) উদ্বুদ্ধ করা