অনলাইন পরীক্ষা - ১৩ এর উত্তরপত্র

অনলাইন পরীক্ষা - ১৩ এর লিংক:
 
অনলাইন পরীক্ষা - ১৩ এর উত্তরপত্র
তারিখ: ০৫/০৯/২২ ইং
================

০১.  ”কারক” শব্দটির অর্থ?
(ক) যা পদকে সম্পাদন করে
(খ) যা সমাস সম্পাদন করে
(গ) যা ক্রিয়া সম্পাদন করে  ✓
(ঘ) যা পদ ও সমাসকে সম্পাদন করে
 
০২.  কারক নির্ণয় কর: ডাক্তার ডাক:
(ক) কর্মকারক  ✓
(খ) কর্তৃকারক
(গ) কারণকারক
(ঘ) অধিকরণ
 
০৩.  ”বুলবুলিতে ধান খেয়েছে” বাক্যের “বুলবুলিতে” কোন কারক ও বিভক্তি রয়েছে?
(ক) অধিকরণে সপ্তমী
(খ) অপাদানে পঞ্চমী
(গ) করণ কারকে সপ্তমী
(ঘ) কর্তৃকারকে সপ্তমী  ✓
 
০৪. কারক কয় প্রকার ?
(ক) ৫ প্রকার
(খ) ৬ প্রকার  ✓
(গ) ৭ প্রকার
(ঘ) ৩ প্রকার
 
০৫. ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?
(ক) ধ্বনিতত্ত্বে
(খ) অর্থতত্ত্বে
(গ) বাক্যতত্ত্বে
(ঘ) রূপতত্ত্বে  ✓
 
০৬. ”টাকায় কি না হয়”- “টাকায়” কোন কারকে কোন বিভক্তি?
(ক) করণে ৬ষ্ঠী
(খ) করণে ৭মী  ✓
(গ) অধিকরণে ৭মী
(ঘ) অপদানে শূন্য
 
০৭. কারক নির্ণয়ে কোনটি ভুল?
(ক) সে বাজারে যায়- অধিকরণ কারক
(খ) তিনি জ্ঞানে শ্রেষ্ঠ - অপাদানে কারক  ✓
(গ) আমি ভাত থাব না - কর্মকারক
(ঘ) রতনে রতন চেনে - কর্তৃকারক
 
০৮. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
(ক) করণ কারক
(খ) সম্প্রদান কারক  ✓
(গ) অপাদান কারক
(ঘ) অধিকরণ কারক
 
০৯. কোনটি অপাদান কারক?
(ক) গৃহহীনে গৃহ দাও
(খ) জিজ্ঞাসিব জনে জনে
(গ) ট্রেন স্টেশন ছেড়েছে  ✓
(ঘ) বনে বাঘ আছে
 
১০. ’গুরুজনে কর শ্রদ্ধা’ কোন কারক?
(ক) কর্তৃকারক
(খ) কর্মকারক  ✓
(গ) করণ কারক
(ঘ) অপাদান করাক
 
১১. কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
(ক) কালির দাগ সহজে ওঠে না
(খ) বুদ্ধি খাটিয়ে কাজ কর  ✓
(গ) দুধ থেকে দই হয়
(ঘ) এ বৎসর খুব বন্যা হয়েছে
 
১২. 'লোকে কিনা বলে' - বাক্যের 'লোক' শব্দের সাথে কোণ বিভক্তি যুক্ত আছে?
(ক) -তে
(খ) -যে
(গ) -এ  ✓
(ঘ) -কে
 
১৩. বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি?
(ক) বচনচিহ্ন
(খ) নির্দেশক
(গ) অনুসর্গ  ✓
(ঘ) উপসর্গ
 
১৪. দ্বারা, দিয়া, কর্তৃক- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
(ক) প্রথমা বিভক্তি
(খ) দ্বিতীয়া বিভক্তি
(গ) তৃতীয়া বিভক্তি  ✓
(ঘ) শূন্য বিভক্তি
 
১৫.  বিভক্তি লোপ পায় কোন সমাস?
(ক) অলুক সমাসে
(খ) বহুব্রীহি সমাসে
(গ) কর্মধারয় সমাসে
(ঘ) তৎপুরুষ সমাসে  ✓

১৬. ' "পরাজয়ে" ডরে না বীর' বাক্যের ডাবল কোটেশনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) করণে ৭মী
(খ) অধিকরণে ৭মী
(গ) কর্মে ৭মী
(ঘ) অপাদানে ৭মী  ✓

১৭. সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা -এখানে সর্বাঙ্গে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
(ক) অধিকরণে দ্বিতীয়া
(খ) অধিকরণে সপ্তমী  ✓
(গ) কর্তায় সপ্তমী
(ঘ) অপাদানে তৃতীয়া
 
১৮. ”আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক” কোন বিভক্তি?
(ক) কর্মে ৬ষ্ঠী
(খ) করণে শূন্য
(গ) অধিকরণে ৬ষ্ঠী  ✓
(ঘ) করণে ৭মী
 
১৯. "অহঙ্কার" পতনের মূল -- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে শূন্য
(খ) করণে শূন্য  ✓
(গ) অপাদানে শূন্য
(ঘ) অধিকরণে শূন্য
 
২০. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
(ক) অলুক  ✓
(খ) নিত্য
(গ) প্রাদি
(ঘ) উপপদ
 
২১. সমাস নির্ণয় করুন__'ধানের ক্ষেত'__
(ক) ষষ্ঠী তৎপুরুষ  ✓
(খ) বহুব্রীহি
(গ) কর্মধারয়
(ঘ) অব্যয়ীভাব
 
২২. সমাস গঠিত শব্দ -
(ক) ইতস্তত
(খ) প্রাদুর্ভাব
(গ) শিরোপরি
(ঘ) নরপুঙ্গর  ✓

২৩. যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় __
(ক) নিত্য সমাস  ✓
(খ) দ্বন্দ্ব সমাস
(গ) কর্মধারয় সমাস
(ঘ) অব্যায়ীভাব সমাস
 
২৪.  কোন সমাসে উভয়পদই বিশেষ্য?
(ক) দ্বন্দ্ব সমাস  ✓
(খ) কর্মধারয় সমাস
(গ) তৎপুরুষ সমাস
(ঘ) প্রাদি সমাস
 
২৫. 'গায়ে-হলুদ' কোন সমাস ?
(ক) বহুব্রীহি  ✓
(খ) অব্যয়ীভাব
(গ) তৎপুরুষ
(ঘ) কর্মধারয়
 
২৬. ‘সপ্তর্ষি’ শব্দটি কোন সমাস?
(ক) দ্বিগু সমাস  ✓
(খ) বহুব্রীহি সমাস
(গ) তৎপুরুষ সমাস
(ঘ) দ্বন্দ্ব সমাস
 
২৭. যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলে?
(ক) সমস্যমান পদ  ✓
(খ) সমাস বাক্য
(গ) সমস্ত পদ
(ঘ) ব্যাসবাক্য
 
২৮. সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয় ?
(ক) বহুব্রীহি সমাস
(খ) তৎপুরুষ সমাস
(গ) দ্বিগু সমাস  ✓
(ঘ) কর্মধারয় সমাস
 
২৯. 'পিতামাতা' শব্দটি কোন সমাস?
(ক) কর্মধারয়
(খ) দ্বন্দ্ব  ✓
(গ) তৎপুরুষ
(ঘ) অব্যয়ীভাব
 
৩০. কোনটি ভিন্ন সমাস?
(ক) সমান্য বিষয় নিয়ে শেষে লাঠালাঠি করল
(খ) চালাক চতুর দেখে একটি ছেলে পাঠাও  ✓
(গ) তিনি সস্ত্রীক বাড়ি গেলেন
(ঘ) মন্দ লোকের সাথে বেড়াতে যাওয়া চলবে না