অনলাইন পরীক্ষা - ১২ এর উত্তর পত্র

অনলাইন পরীক্ষা - ১২ এর লিংক:

অনলাইন পরীক্ষা ১২ এর উত্তরপত্র
তারিখ: ০৩/০৯/১২ ইং
===============
০১. সন্ধি এর সন্ধি বিচ্ছেদ কী?
(ক) সম + ধি
(খ) সম্‌ + ধি  ✓
(গ) সম + ন্বিধ
(ঘ) সন + ধি
 
০২. সন্ধি এর বিপরীত-
(ক) বিগ্রহ  ✓
(খ) বিচ্ছেদ
(গ) বিয়োগ
(ঘ) কোনটিই নয়
 
০৩. সন্ধি-বিচ্ছেদ কোনটি ঠিক ?
(ক) তত+হিত
(খ) তৎ+ধিত
(গ) তৎ+হৃত
(ঘ) তৎ+হিত  ✓

০৪. কাঁদ + না ---এটি কোন সন্ধি?
(ক) স্বরসন্ধি
(খ) ব্যঞ্জন সন্ধি  ✓
(গ) খাঁটি বাংলা সন্ধি
(ঘ) বিসর্গ সন্ধি
 
০৫. নির্ভুল সন্ধি-বিচ্ছেদ -
(ক) ক্ষুধা +আর্ত
(খ) উছ + স্বাস
(গ) শিরঃ +ছেদ  ✓
(ঘ) আর্শী + বাদ
 
০৬.  যে সন্ধিগুলো কোন নিয়ম অনুসারে হয় না এগুলোকে কি বলে ?
(ক) স্বরসন্ধি
(খ) বিসর্গসন্ধি
(গ) ব্যাসবাক্য
(ঘ) নিপাতনে সন্ধি  ✓
 
০৭.  ‘বিদ্যালয়’ সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ হয়েছে?
(ক) অ + অ
(খ) অ + আ
(গ) আ + আ  ✓
(ঘ) আ + অ
 
০৮. ’সমিতি’ কোন লিঙ্গ?
(ক) ক্লীব  ✓
(খ) পুংলিঙ্গ
(গ) স্ত্রীলিঙ্গ
(ঘ) উভয় লিঙ্গ
 
০৯. বচন ও লিঙ্গ ব্যাকারনের কোন অংশে আলোচিত হয়___
(ক) ভাষাতক্তে
(খ) রূপতক্তে  ✓
(গ) ধনিতক্তে
(ঘ) বাক্যতক্তে
 
১০. ‘মরদ’ -এর বিপরীত লিঙ্গ কোনটি ?
(ক) মর্দ
(খ) জেনানা  ✓
(গ) জেনানী
(ঘ) মরদী
 
১১. 'ভূত' শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
(ক) ভূতনী  ✓
(খ) ভূতিনী
(গ) মেয়ে ভূত
(ঘ) পেত্নী
 
১২. ‘কুলি’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
(ক) কুলিনা
(খ) কুলিনী
(গ) কামিন  ✓
(ঘ) কামিনী
 
১৩. নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে?
(ক) কবিরাজ
(খ) কুলটা
(গ) নবীন
(ঘ) ননদ  ✓
 
১৪. কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ ?
(ক) বিদ্বান  ✓
(খ) গায়ক
(গ) কোকিল
(ঘ) দাদা
 
১৫. 'নাটিকা ' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
(ক) সমার্থে
(খ) ক্ষুদ্রার্থে  ✓
(গ) বৃহদার্থে
(ঘ) বিপরীতার্থে
 
১৬. 'পুষ্প' শব্দের বহুবচন কোনটি?
(ক) পুষ্পপাল
(খ) পুষ্পবৃন্দ
(গ) পুষ্পদাম  ✓
(ঘ) পুষ্পবর্গ
 
১৭. কোনটি দুটি পদের বচন ভেদ হয়?
(ক) বিশেষ্য ও সর্বনাম  ✓
(খ) বিশেষ্য ও বিশেষণ
(গ) সর্বনাম ও অব্যয়
(ঘ) ক্রিয়া ও অব্যয়
 
১৮.  তৃতীয়’ শব্দটি কোন বচন?
(ক) একবচন  ✓
(খ) দ্বিবচন
(গ) বহুবচন
(ঘ) শ্রেণিবচন
 
১৯.  অতএব,আপনার নিকট বিনীত এ প্রার্থনা এই আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন - এ ব্যাক্যে কোন ধরনের অসংগতি লক্ষ করা যায়?
(ক) দূরান্বয় দোষ
(খ) অতি বিনয়ের প্রকাশ
(গ) বচনের ভূল  ✓
(ঘ) আসত্তি গুণ প্রকাশ না পাওয়া
 
২০. কোনটি এক বচনের উদাহরণ ?
(ক) বনে বাঘ থাকে
(খ) লোকে বলে
(গ) মানুষ মরণশীল
(ঘ) শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন  ✓
 
২১. 'বৃক্ষ' শব্দের সঠিক বহুবচন কি?
(ক) বৃক্ষকুল
(খ) বৃক্ষমালা
(গ) বৃক্ষাবলী
(ঘ) বৃক্ষরাজি  ✓
 
২২. ’বনে বনে ফুল ফুটেছে’ এখানে ‘ফুলে’-
(ক) একবচন
(খ) বহুবচন  ✓
(গ) একবচন ও বহুবচন দুটোই
(ঘ) কোনোটিই নয়
 
২৩. ব্যাকরণ অনুযায়ী পদ মোট কয় প্রকার?
(ক) ৩ প্রকার
(খ) ৫ প্রকার  ✓
(গ) ৭ প্রকার
(ঘ) ৯ প্রকার
 
২৪. যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে কি পদ বলে ?
(ক) ক্রিয়ার বিশেষণ
(খ) নাম বিশেষণ  ✓
(গ) বিশেষ্যের বিশেষণ
(ঘ) সর্বনামের বিশেষণ
 
২৫. ভাষার সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য কি ?
(ক) বিশেষণের পরিবর্তে ব্যবহার করা
(খ) বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা  ✓
(গ) বিশেষ্যের অভাব দূর করা
(ঘ) ভাষা শব্দ সম্পদ বৃদ্ধি করা
 
২৬. নিচের কোনটি একটি অব্যয় পদ?
(ক) উঃ  ✓
(খ) দেখ
(গ) জুতা
(ঘ) দামী
 
২৭.  "সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়"- এখানে "উঠলে" কোন ক্রিয়া পদ?
(ক) প্রযোজ্য
(খ) অসমাপিকা  ✓
(গ) প্রাযোজক
(ঘ) সমাপিকা
 
২৮. বিশেষ্য ও বিশেষণের সাথে ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়া পদ গঠিত হয় তাকে বলে -
(ক) যৌগিক ক্রিয়া
(খ) মিশ্র ক্রিয়া  ✓
(গ) প্রযোজক ক্রিয়া
(ঘ) নাম ধাতুর ক্রিয়া
 
২৯. বাংলা ব্যাকরণের নিয়মানুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না?
(ক) বিশেষ্য পদ
(খ) সর্বনাম পদ
(গ) বিশেষণ পদ
(ঘ) ক্রিয়া পদ  ✓
 
৩০. 'বেশ এক ঘুম ঘুমিয়েছি' এ বাক্যের নিম্নরেখ শব্দটি কোন পদ?
(ক) প্রযোজক ক্রিয়া
(খ) সমধাতুজ কর্ম  ✓
(গ) যৌগিক ক্রিয়া
(ঘ) অনুক্ত কর্ম