অনলাইন পরীক্ষা - ১৪ এর উত্তরপত্র

অনলাইন পরীক্ষা - ১৪ এর লিংক:
 
অনলাইন পরীক্ষা - ১৪ এর উত্তরপত্র
তারিখ: ০৭/০৯/২২ ইং
================

০১. কোন বানানটি শুদ্ধ ?
(ক) অথিতি
(খ) অতিথি  ✓
(গ) অতিথী
(ঘ) অতীথী

০২. শুদ্ধ বানানটি হচ্ছে ----
(ক) নিসুতী
(খ) নিসুতি
(গ) নিষুতী
(ঘ) নিষুতি  ✓

০৩. কোন বাক্যটি শুদ্ধ প্রয়োগ হয়েছে ?
(ক) অন্যায়ের ফল অনিবার্য  ✓
(খ) অন্যায়ের ফল দুর্নিবার্য
(গ) অন্যায়ের ফল ভয়াবহ
(ঘ) অন্যায়ের শাস্তি মৃত্যু

০৪. কোন বানানটি শুদ্ধ ?
(ক) মাষ্টার
(খ) পোশাক  ✓
(গ) জিনিষ
(ঘ) পোষ্ট অফিস

০৫. কোনটি শুদ্ধ?
(ক) সত্তা  ✓
(খ) সত্ত্বা
(গ) স্বত্তা
(ঘ) সত্বা

০৬. কোনটি শুদ্ধ বানান?
(ক) বৃৎপত্তি
(খ) ব্যূৎপত্তি
(গ) ব্যুৎপত্তি  ✓
(ঘ) বুৎপত্তি

০৭. শুদ্ধ বানান কোনটি?
(ক) নিরপরাধী
(খ) দারিদ্র্যতা
(গ) স্বার্থকতা
(ঘ) প্রাণিকুল  ✓

০৮.  শুদ্ধ বানানগুচ্ছ__
(ক) কুপমন্ডুক, দুর্নিরীক্ষ,দুস্কর
(খ) অর্চ্চনা,বরেন্য,পৈশাচি
(গ) মোহিনী,লভনীয়,সৌকর্য্য
(ঘ) সৌপ্তিক,হারীত,প্রকুপিত  ✓

০৯. কোনটি শুদ্ধ?
(ক) মধুসুদন
(খ) মধূসূদন
(গ) মধুসূদন  ✓
(ঘ) মধূসূন

১০. নিচের কোনটি শুদ্ধ?
(ক) সৌজন্নতা
(খ) সৌজন্যতা
(গ) সৌজন্ন
(ঘ) সৌজন্য  ✓

১১. কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
(ক) অত্যধিক,ব্যতিক্রম
(খ) সখ্যতা,মৌনতা
(গ) লাবন্য,পন্য
(ঘ) ঘনিষ্ঠ,তিরস্কার  ✓

১২.  "দারিদ্রতা" শব্দটি অশুদ্ধ কেন ?
(ক) প্রত্যয়জনিত কারনে  ✓
(খ) উপসর্গ জনিত কারনে
(গ) সন্ধিজনিত কারনে
(ঘ) কারক জনিত কারনে

১৩.  নিচের কোনটি অশুদ্ধ?
(ক) অহিংস --সহিংস
(খ) দোষী --নির্দোষী  ✓
(গ) নিষ্পাপ --পাপিনী
(ঘ) প্রসন্ন --বিষণ্ন

১৪. নিচের কোন শব্দটি অশুদ্ধ?
(ক) সুকেশী
(খ) সুকেশা
(গ) সুকেশীনী  ✓
(ঘ) সুকেশিনী

১৫. নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
(ক) নিক্কণ, সূচগ্র, অনুর্ধব  ✓
(খ) অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি
(গ) ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃষবসা
(ঘ) রানি, বিকিরণ, দুরতিক্রম্য

১৬.  নিচের কোন শব্দটি অশুদ্ধ?
(ক) নীরস
(খ) নিঃশেষিত
(গ) অধীন
(ঘ) নিঃশোষিত  ✓

১৭.  নিচের কোন শব্দটি অশুদ্ধ?
(ক) গীতাঞ্জলি
(খ) সৌজন্য
(গ) রুগ্ন  ✓
(ঘ) অধোগতি

১৮.   নিচের কোনটি অশুদ্ধ?
(ক) কনীনিকা
(খ) পূবালী
(গ) মূহুর্মুহু  ✓
(ঘ) শরৎচন্দ্র

১৯. কোনটি শুদ্ধ বানান নয়?
(ক) গৃহিণী
(খ) ভাগীরথি  ✓
(গ) অধোগতি
(ঘ) সৌজন্য

২০. কোনটি শুদ্ধ নয়?
(ক) যন্ত্রনা  ✓
(খ) শূদ্র
(গ) সহযোগিতা
(ঘ) স্বতঃস্ফুর্ত

২১. নিচের কোন বানানটি শুদ্ধ নয় ?
(ক) সমীচীন
(খ) সান্ত্বনা
(গ) মুমূর্ষু
(ঘ) ফটোষ্ট্যাট  ✓

২২. কোনটি শুদ্ধ বাক্য?
(ক) একটা গোপনীয় কথা বলি  ✓
(খ) একটি গোপন কথা বলি
(গ) একটি গোপণ কথা বলি
(ঘ) একটি গুপ্ত কথা বলি

২৩. শুদ্ধ বাক্যটি নির্ণয় করুন।
(ক) দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা  ✓
(খ) দরিদ্যতা আমাদের প্রধান সমস্যা
(গ) দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা
(ঘ) দারিদ্র্যতাই প্রধান সমস্যা

২৪. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন।
(ক) আমি চাক্ষুস প্রত্যক্ষ করেছি।
(খ) তিনি স্বস্ত্রীক এসেছেন।
(গ) তিনি সাক্ষ্য দেবেন না।  ✓
(ঘ) তার কথায় মাধুর্যতা নেই।

২৫. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন-
(ক) বিরাট গরু -ছাগলের হাট
(খ) বিরাট গরু ও বিরাট ছাগলের হাট
(গ) গরু-ছাগলের বিরাট হাট  ✓
(ঘ) বিরাট গবাদি পশুর হাট

২৬. নিচের কোন বাক্যটি সঠিক?
(ক) আমার কথাই প্রমাণ হলো
(খ) আমার কথাই প্রমান হলো
(গ) আমার কথাই প্রমাণীত হলো
(ঘ) আমার কথাই প্রমাণিত হলো  ✓

২৭.  নিচের কোন বাক্যটি সঠিক নয়?
(ক) জনস্থানে ধূম্রপান নিষেধ  ✓
(খ) আপনি সপরিবারে আমন্ত্রিত
(গ) বিদ্বান ব্যক্তিগণ দারিদ্রোর শিকার হন
(ঘ) দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা

২৮. কোন বাক্যটি  অশুদ্ধ ?
(ক) তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
(খ) সেদিন থেকে তিনি আর সেখানে যায় না  ✓
(গ) আপনি সপরিবারে আমন্ত্রিত
(ঘ) ভুল লিখতে ভুল করো না

২৯.  শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
(ক) আপনি সপরিবার আমন্ত্রিত
(খ) আপনি সপরিবারে আমন্ত্রিত  ✓
(গ) আপনি স্বপরিবারে আমন্ত্রিত
(ঘ) আপনি স্বপরিবার আমন্ত্রিত

৩০. নিচের শুদ্ধ বাক্যটি হলো-
(ক) ব্যাধিই সংক্রামক,স্বাস্থ্য নয়  ✓
(খ) জনস্থানে ধূম্রপান নিষেধ
(গ) পরিবারের সকলে আজ একত্রিত
(ঘ) বিবাহবার্ষিক উদযাপিত হলো