অনলাইন পরীক্ষা - ১১ এর উত্তরপত্র

অনলাইন পরীক্ষা - ১১ এর উত্তরপত্র
তারিখ: ৩১/০৮/২২ ইং
=====================

০১.  মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?
(ক) বাগযন্ত্রের সাহায্যে  ✓
(খ) কণ্ঠের সাহায্যে
(গ) ঠোঁটের সাহায্যে
(ঘ) ইঙ্গিতের সাহায্যে
 
০২. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
(ক) অসমিয়া
(খ) হিন্দি
(গ) বঙ্গকামরুপী  ✓
(ঘ) সংস্কৃত
 
০৩.  বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহন করেছে চীনা ভাষা হতে?
(ক) চাকু,চাকর
(খ) খদ্দর, হরতাল
(গ) চা,চিনি  ✓
(ঘ) রিক্সা,রেস্তোরা
 
০৪. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
(ক) পালি
(খ) সংস্কৃত
(গ) প্রাকৃত  ✓
(ঘ) হিন্দি
 
০৫. ”ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ” কে রচনা করেন?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়  ✓
(গ) মুহম্মদ শহীদুল্লাহ
(ঘ) সুকুমার সেন
 
০৬. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি ?
(ক) ৩টি  ✓
(খ) ৪ টি
(গ) ৫ টি
(ঘ) ৬টি
 
০৭. কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়?
(ক) ষ ও স
(খ) শ ও হ
(গ) প ও ম
(ঘ) য ও ব  ✓
 
০৮. কোনটি নিলীন বর্ণ -
(ক) ই
(খ) উ
(গ) এ
(ঘ) অ  ✓
 
০৯.  আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়?
(ক) বাহান্নটি
(খ) পয়তাল্লিশটি  ✓
(গ) চুয়ান্নটি
(ঘ) আটত্রিশটি
 
১০. যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না, তাকে বলে -- ?
(ক) ঘোষ
(খ) অঘোষ  ✓
(গ) অল্পপ্রাণ
(ঘ) মহাপ্রাণ
 
১১. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় না?
(ক) অঘোষধ্বনি  ✓
(খ) ঘোষধ্বনি
(গ) মহাপ্রাণ ধ্বনি
(ঘ) অল্পপ্রাণ ধ্বনি
 
১২. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
(ক) অল্পপ্রাণ ধ্বনি
(খ) অঘোষ ধ্বনি
(গ) মহাপ্রাণ ধ্বনি  ✓
(ঘ) অল্পপ্রাণ ধ্বনি
 
১৩. নিচের কোনটি শিস ধ্বনি?
(ক) শ  ✓
(খ) ড়
(গ) ল
(ঘ) র
 
১৪. 'র' কোন জাতীয় ধ্বনি?
(ক) পার্শিক ধ্বনি
(খ) তাড়নজাত ধ্বনি
(গ) স্পর্শ ধ্বনি
(ঘ) কম্পনজাত ধ্বনি  ✓
 
১৫. কোনটি মূল ধ্বনি নয়?
(ক) উ
(খ) অ
(গ) এ
(ঘ) ঔ  ✓
 
১৬. ”পাখি” কোন ধরনের শব্দ?
(ক) তদ্ভব  ✓
(খ) সংস্কৃত
(গ) বিদেশী
(ঘ) অপভ্রংশ
 
১৭. কোনটি সাধিত শব্দ নয়?
(ক) পানসা
(খ) ফুলেল
(গ) গোলাপ  ✓
(ঘ) হাতল
 
১৮. কোনটি শুদ্ধ শব্দ?
(ক) স্বশুর
(খ) শ্বশুর  ✓
(গ) শ্বসুর
(ঘ) শশুর
 
১৯. আল্ট্রাসনিক শব্দ বলতে বুঝায়---
(ক) যার গতি শব্দের গতি থেকে কম
(খ) যার গতি শব্দের গতি থেকে বেশি
(গ) যে শব্দ সাধারণভাবে মানুষ শুনতে পায়
(ঘ) যে শব্দ কোনো কোনো জীবজন্তু শুনতে পায়  ✓
 
২০. গঠনগত দিক থেকে শব্দ কয়ভাগে বিভক্ত?
(ক) এক
(খ) দুই  ✓
(গ) তিন
(ঘ) চার
 
২১. খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না?
(ক) স
(খ) ষ
(গ) ণ  ✓
(ঘ) ন
 
২২.  কোনগুলো দেশি শব্দ?
(ক) হস্ত, মস্তক
(খ) গিন্নী, গতর
(গ) চাঁদ, ভাত
(ঘ) খোকা, চাঁপা  ✓
 
২৩. দেশি শব্দের উদাহরণ কোনটি?
(ক) গিন্নি
(খ) চাঁদ
(গ) বৃক্ষ
(ঘ) ডিঙা  ✓
 
২৪. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় ----
(ক) দুই ভাগে
(খ) তিন ভাগে  ✓
(গ) চার ভাগে
(ঘ) পাঁচ ভাগে
 
২৫. কোনটি দেশি শব্দ?
(ক) কাগজ
(খ) ঢেঁকি  ✓
(গ) আনারস
(ঘ) উকিল
 
২৬. কোনটি বিদেশী শব্দ ?
(ক) কিরণ
(খ) বরুণ
(গ) রিপন  ✓
(ঘ) কৃপণ
 
২৭.  নিচের কোনটি পর্তুগিজ শব্দ ?
(ক) চামচ
(খ) আলপিন  ✓
(গ) চাকু
(ঘ) ছুরি
 
২৮.  'পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি?
(ক) চাহিদা  ✓
(খ) আনারস
(গ) আলমারি
(ঘ) গুদাম
 
২৯. 'হাটবাজার' কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
(ক) আরবি ও ফারসি
(খ) বাংলা ও ফারসি  ✓
(গ) আরবি ও বাংলা
(ঘ) বাংলা ও পর্তুগীজ
 
৩০.  তুর্কি ভাষার শব্দ কোনগুলো?
(ক) চা, চিনি
(খ) হজ, ওজু
(গ) চাকু, তোপ  ✓
(ঘ) চশম, রশদ