অনলাইন পরীক্ষা - ৯ এর উত্তরপত্র (২৭/০৮/২২ ইং)

অনলাইন পরীক্ষা - ৯ এর লিংক:

অনলাইন পরীক্ষা ৯ এর মেরিট লিস্ট পাবেন নিচের লিংকে


অনলাইন পরীক্ষা - ৯ এর উত্তরপত্র
তারিখ: ২৭/০৮/২২ ইং
==================

০১.   __ Mt. Everest is the highest mountain in the world.
(ক) the
(খ) a
(গ) an
(ঘ) no article  ✓
 
০২.  Today I saw ___ European in a temple.
(ক) a  ✓ 
(খ) an
(গ) the
(ঘ) none of above
 
০৩.  I saw a man and a woman in AGORA MALL yesterday. __ man was fat and short. The woman was slim and tall.
(ক) a
(খ) an
(গ) the  ✓ 
(ঘ) none of above
 
০৪.  I bought ___ horse, ___ ox and __ buffalo.
(ক) the, the, the
(খ) an, an, a
(গ) a, an, a  ✓ 
(ঘ) a, an, the
 
০৫.  Let us go to a restaurant and have ___ coffee
(ক) a  ✓ 
(খ) an
(গ) the
(ঘ) no article
 
০৬.  Let us play ___ chess
(ক) no article  ✓ 
(খ) a
(গ) an
(ঘ) the
 
০৭.  There is an old temple, ________ temple is very ancient.
(ক) a
(খ) an
(গ) the  ✓
(ঘ) above
 
০৮.  ___ unit means a measurement
(ক) a
(খ) an
(গ) no article
(ঘ) the  ✓
 
০৯.  ‘A’ is __ indefinite article.
(ক) a
(খ) an  ✓
 
(গ) the
(ঘ) none
 
১০.  He hopes to join ___ university soon
(ক) a  ✓
(খ) an
(গ) the
(ঘ) no article
 
১১.  বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস  কত সালে রচিত ?
(ক) ১৮৬৫  ✓
(খ) ১৮৬১
(গ) ১৮৬০
(ঘ) ১৮৫৯
 
১২. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
(ক) ছোটগল্প
(খ) নাটক
(গ) কাব্য  ✓
(ঘ) উপন্যাস
 
১৩. ”অচলা” বাংলা সাহিত্যের কোন উপন্যাসের নায়িকা?
(ক) দত্তা
(খ) ঘরে বাইরে
(গ) চোখের বালি
(ঘ) গৃহদাহ  ✓
 
১৪.  কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
(ক) পাল
(খ) সেন
(গ) গুপ্ত
(ঘ) তুর্কী  ✓
 
 
১৫. বাংলা সাহিত্য অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
(ক) মাইকেল মধুসূদন দত্ত  ✓ 
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত
(ঘ) বিহারীলাল চক্রবর্তী
 
১৬. 'শশী' ও 'কুমুদ' বাংলা সাহিত্যের কোন বিখ্যাত উপন্যাসের দুটি চরিত্র?
(ক) গোরা
(খ) কবি
(গ) উত্তম পুরুষ
(ঘ) পুতুল নাচের ইতিকথা  ✓ 
 
১৭.  বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র লেখা ?
(ক) বঙ্গভাষা ও সাহিত্য
(খ) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
(গ) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
(ঘ) বাংলা সাহিত্যের কথা  ✓ 
 
১৮.  বাংলা সাহিত্যের আদিগ্রন্থ কোনটি?
(ক) শ্রীকৃষ্ণ বিজয়
(খ) শ্রীকৃষ্ণ কীর্তন
(গ) শুন্য পূরাণ
(ঘ) চর্যাপদ  ✓ 
 
১৯. “চর্যাপদ”-এর রচনাকাল__
(ক) সপ্তম থেকে দ্বাদশ শতক  ✓ 
(খ) অষ্টম থেকে চতুর্দশ শতক
(গ) নবম থেকে চতুর্দশ
(ঘ) দশম থেকে চতুর্দশ শতক
 
২০.  বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি?
(ক) পদ্মাবতী
(খ) চন্দ্রাবতী
(গ) ইউসুফ জোলেখা  ✓ 
(ঘ) লাইলী মজনু
 
২১.   বিশ্বব্যাংক পদ্মা সেতু অর্থায়নে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি কবে স্বাক্ষর করেছিলো?
(ক) ২৮ মার্চ ২০১১
(খ) ২৯ এপ্রিল ২০১১  ✓ 
(গ) ২৮ মে ২০১১
(ঘ) ২৮ জুন ২০১১
 
২২.  প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য-
(ক) ৫.৫ কিমি
(খ) ৬.১৫ কিমি  ✓ 
(গ) ৬.৭৫ কিমি
(ঘ) ৭ কিমি
 
২৩.  পদ্মাসেতু বাংলাদেশের কোন প্রান্তে?
(ক) পশ্চিম - দক্ষিণ
(খ) উত্তর - পশ্চিম
(গ) উত্তর -দক্ষিণ
(ঘ) দক্ষিণ -পশ্চিম  ✓ 
 
২৪. নির্মানাধীন পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করবে?
(ক) মুন্সিগঞ্জ ও শরীয়তপুর  ✓ 
(খ) মুন্সিগঞ্জ ও মাদারিপুর
(গ) মুন্সিগঞ্জ ও ফরিদপুর
(ঘ) মানিকগঞ্জ ও শরীয়তপুর
 
২৫.  পদ্মা সেতুর ১ম স্প্যান বসানোর দিন সেতু দৃশ্যমান হয় কোন তারিখে?
(ক) ১ অক্টোবর ২০১৭
(খ) ৩০ সেপ্টেম্বর ২০১৭  ✓ 
(গ) ২ অক্টোবর ২০১৭
(ঘ) ২৯ সেপ্টেম্বর ২০১৭
 
২৬।  বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প।
(ক) রুপপুর পারমানবিক বিদ্যুত প্রকল্প  ✓ 
(খ) পদ্মা সেতু
(গ) মেট্রো রেল
(ঘ) পায়রা বন্দর
 
২৭। নির্মাণাধীন পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি?
(ক) ৩৯ টি
(খ) ৪০টি
(গ) ৪২টি
(ঘ) ৪১ টি  ✓ 
 
২৮। পদ্মা সেতুর কোন কোন পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয়েছে?
(ক) ৩৪ ও ৩৫
(খ) ৩৫ ও ৩৬
(গ) ৩৬ ও ৩৭
(ঘ) ৩৭ ও ৩৮  ✓ 
 
২৯। পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা কত?
(ক) ৫২ টি
(খ) ৪২ টি  ✓ 
(গ) ৬০ টি
(ঘ) ৩২ টি
 
৩০।পদ্মা সেতু কয়টি জেলাকে সংযুক্ত করবে?
(ক) ২টি
(খ) ৩টি  ✓ 
গ) ৪টি
(ঘ) ৫টি