অনলাইন পরীক্ষা - ৮ এর উত্তরপত্র (২৪/০৮/২২ ইং)

অনলাইন পরীক্ষা - ৮ এর লিংক:

অনলাইন পরীক্ষা ৮ এর মেরিট লিস্ট পাবেন নিচের লিংকে


অনলাইন পরীক্ষা - ৮ এর উত্তরপত্র
তারিখ: ২৪/০৮/২২ ইং
==================
০১. ফ্লোরেন্স নাইটিঙ্গেল রানি ভিক্টরিয়া থেকে কোন পদক লাভ করেন?
(ক) অর্ডার অফ মেরিট
(খ) অনারি ফ্রিডম
(গ) লেডি উইথ দা ল্যাম্প
(ঘ) রয়েল রেডক্রস   ✓
 
 
০২. নিচের কোনটি  মানবদেহে অত্যাবশ্যকীয় ফ্যাটিএসিড?
(ক) ওমেগা-২
(খ) ওমেগা-৩   ✓ 
(গ) ওমেগা-৪
(ঘ) ওমেগা-৫
 
০৩.  বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি?
(ক) বঙ্গবন্ধু পদক
(খ) একুশে পদক
(গ) স্বাধীনতা পদক   ✓ 
(ঘ) প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার
 
০৪.  Platelet কমে যায় কোনটির করণে?
(ক) অতিরিক্ত বমি হলে
(খ) ম্যালেরিয়া জ্বরে
(গ) ডেঙ্গু জ্বরে   ✓ 
(ঘ) জন্ডিস হলে
 
০৫.  লালসালু  উপন্যাসের চরিত্র কোনটি?
(ক) আমেনা
(খ) মহেশ
(গ) বড়দিদি
(ঘ) মজিদ   ✓ 
 
০৬.  পানিবাহিত রােগ কোনটি?
(ক) ডায়রিয়া
(খ) টাইফয়েড
(গ) আমাশয়
(ঘ) সবগুলো   ✓ 
 
০৭.  মায়ের দুধের  চাইতে গরুর দুধে কোন উপাদান কম হবে?
(ক) কার্বোহাইড্রেট
(খ) ফ্যাট
(গ) প্রােটিন
(ঘ) মিনারেলস   ✓ 
 
০৮.  He told me that he __ not come to the meeting room.
(ক) will
(খ) shall
(গ) would   ✓ 
(ঘ) should
 
০৯. ১২ মে কেন আন্তর্জাতিক নার্স ডে হিসাবে পালিত হয়?
(ক) ১২ মে প্রথম নার্সিং পেশা সিকৃতি পায় বলে।
(খ) এই দিনে ফ্লোরেন্স নাইটিঙ্গেল মৃত্যুবরণ করেন বলে।
(গ) এই দিনে ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেন বলে।   ✓ 
(ঘ) কোনটিই সঠিক নয়
 
১০.  প্রস্টেট গ্রন্থি —
(ক) নারী শরীরে থাকে
(খ) পুরুষ শরীরে থাকে   ✓ 
(গ) নারী, পুরুষ উভয়ের শরীরে থাকে
(ঘ) কোনটিই নয়
 
১১.  ১৯৭২ সালের ৩০ জানুয়ারি নিখোঁজ ও শহীদ হন কে?
(ক) জহির রায়হান   ✓ 
(খ) মুনির চৌধুরী
(গ) আব্দুল হাই
(ঘ) মাহবুবুল আলম
 
১২.  কোনটি ছােয়াচে রােগ ?
(ক) AIDS
(খ) জন্ডিস
(গ) মাইগ্রেন সমস্যা
(ঘ) স্ক্যাবিস (Scabies)   ✓ 
 
১৩.  ভােরের পাখি কাকে বলা হয়?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত
(ঘ) বিহারীলাল   ✓ 
 
১৪.  একজন স্বাভাবিক সুস্থ মহিলার গর্ভকালীন সময়ের ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) গড়ে ৫ কেজি ওজন বাড়াতে পারে
(খ) গড়ে ১০ কেজি ওজন বাড়াতে পারে
(গ) গড়ে ১২ কেজি ওজন বাড়াতে পারে   ✓ 
(ঘ) গড়ে ১৫ কেজি ওজন বাড়াতে পারে
 
১৫.  মানুষের রক্তের কোন  গ্রুপটি সবচেয়ে দুর্লভ?
(ক) O
(খ) B
(গ) A
(ঘ) Golden Blood   ✓ 
 
১৬.  পৃথিবীর উপর কার আকর্ষণ বেশি?
(ক) চন্দ্রের   ✓ 
(খ) বৃহস্পতি
(গ) সূর্যের
(ঘ) মঙ্গলের
 
১৭.  Congratulate me __ my success.
(ক) for
(খ) at
(গ) on   ✓ 
(ঘ) in
 
১৮.  বাকিংহাম প্যালেস কোন দেশে অবস্থিত?
(ক) চীনে
(খ) জাপানে
(গ) আমেরিকা
(ঘ) ইংল্যান্ডে   ✓ 
 
১৯.  Growth Chart এ একটি শিশুর কোন তথ্যটি থাকে?
(ক) Height
(খ) Weight
(গ) Immunization status
(ঘ) উপরের সবগুলি   ✓ 
 
২০.  ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
(খ) শেখ মুজিবুর রহমান   ✓ 
(গ) পল্লী কবি জসীমউদ্দীন
(ঘ) মুহম্মদ শহীদুল্লা
 
২১. কুনিক কার উপাধি?
(ক) সারেজিনি নাইডু
(খ) ফ্লোরেন্স নাইটিংগেল
(গ) অজাতশত্রু   ✓ 
(ঘ) মারগারেট থেচার
 
২২.  Foetal lie সবচাইতে বেশি হয় কোনটি?
(ক) Longitudinal Lie   ✓ 
(খ) Transverse Lie
(গ) Oblique Lie
(ঘ) Unstalbe Lie
 
২৩. IMF  কত সালে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৪৮
(খ) ১৯৪৫
(গ) ১৯৪৭
(ঘ) ১৯৪৪   ✓ 
 
২৪.  চতুরঙ্গ  পত্রিকার সম্পাদক কে?
(ক) নূরজাহান বেগম
(খ) সুলতানা কামাল
(গ) হুমায়ুন কবির   ✓ 
(ঘ) সুফিয়া কামাল
 
২৫.  এশিয়ার নােবেল নামে খ্যাত—
(ক) পদ্মভূষণ
(খ) ম্যাগসেসে   ✓ 
(গ) আগাখান পুরস্কার
(ঘ) পুলিতজার
 
২৬.  নিরাপদ মাতৃত্ব দিবস কবে?
(ক) ২৪ মে
(খ) ২৬ মে
(গ) ২৮ মে   ✓ 
(ঘ) ৩০ মে
 
২৭.  ‘শর্বরী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
(ক) দিবস   ✓ 
(খ) সুন্দর
(গ) শোভা
(ঘ) শীতল
 
২৮. Which sentence is correct?
(ক) I said to him that he was a doctor.
(খ) I said to him whether he is a doctor.
(গ) I asked him whether he is a doctor.
(ঘ) I asked him whether he was a doctor.   ✓ 
 
২৯.  বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয় কবে?
(ক) ৭ এপ্রিল   ✓
(খ) ৭ মে
(গ) ১ মে
(ঘ) ১৭ এপ্রিল
 
৩০.  Ectopic pregnancy এর ক্ষেত্রে সত্যি নয়।
(ক) Ovary তে হয়
(খ) Fallopian tube এ হয়
(গ) Cervix এ হয়
(ঘ) Uterus এ হয়   ✓ 
 
৩১.  'দুহাত যার সমানে চলে'- এর বাক্যসংকোচন কোনটি?
(ক) দেহাতি
(খ) সব্যসাচি  
(গ) সব্যসাচী   ✓
(ঘ) দোহাতি
 
৩২.  মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
(ক) থায়মিন
(খ) মেলানিন   ✓
(গ) ক্যারােটিন
(ঘ) হিমােগ্লোবিন
 
৩৩.  IUGR Baby'র ক্ষেত্রে বেশি হয় কোনটি?
(ক) Asphyxia
(খ) Hypoglycaemia   ✓ 
(গ) Hypothermia
(ঘ) Hyperthermia
 
৩৪.  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার সমাধি কোথায়?
(ক) ঢাকা
(খ) কুমিল্লা
(গ) মানিকগঞ্জ
(ঘ) ভারতের চুরুলিয়া   ✓ 
 
৩৫.  ‘গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ—
(ক) বেহিসাবি
(খ) ভূমিকা  ✓ 
(গ) অলস
(ঘ) অপদার্থ 
 
৩৬.  গর্ভবতী মায়ের পা ফুলে গেলে কিভাবে শােয়ার উপদেশ দিতে হয়?
(ক) বাম কাতে   ✓ 
(খ) ডান কাতে
(গ) চিত হয়ে
(ঘ) উপুর হয়ে
 
৩৭.  DIC means?
(ক) Drug Information Centre
(খ) Device Inplementation Centre
(গ) Disseminated Intravascular Coagulation   ✓ 
(ঘ) Drug Intervention Committee
 
৩৮.  A doctor who treats patients with heart diseases is known as a/an—
(ক) nephrologist
(খ) cardiologist   ✓ 
(গ) neurologist
(ঘ) pathologist
 
৩৯. Ligation অপারেশন কোথায় করা হয়?
(ক) Uterus
(খ) Ovary
(গ) Cervix
(ঘ) Fallopian tube   ✓ 
 
৪০.  কোন হরমােনের অভাবে 'Diabetes Mellitus' হয়?
(ক) গ্রুকাগন
(খ) ইনসুলিন   ✓ 
(গ) কর্টিসল
(ঘ) ইস্ট্রোজেন
 
৪১.  WHO অনুযায়ী কমপক্ষে কতবার ANC করা উচিত?
(ক) ৩ বার
(খ) ৪ বার   ✓ 
(গ) ২ বার
(ঘ) ৫ বার
 
৪২.  অসংক্রামক ব্যাধি___
(ক) যক্ষ্মা
(খ) নিউমােনিয়া
(গ) উচ্চ রক্তচাপ   ✓ 
(ঘ) আমাশয়
 
৪৩.  'He is a noted doctor'. Here the word 'noted' means—
(ক) well-known   ✓ 
(খ) learned
(গ) noble
(ঘ) successful
 
৪৪.  How much did it ___ to reach Mumbai by car?
(ক) Charge
(খ) Price
(গ) Cost   ✓ 
(ঘ) estimate
 
৪৫.  যে সব অনুজীব রােগ সৃষ্টি করে তাদেরকে বলে?
(ক) ইনফেকশন
(খ) ফ্লোরা
(গ) টক্সিন
(ঘ) প্যাথজেনিক   ✓ 
 
৪৬.  They have decided to meet the Prime Minister in order to have their ___ heard.
(ক) agony
(খ) apathy
(গ) woes
(ঘ) sufferings   ✓ 
 
৪৭.  পূর্ণবয়স্ক ব্যক্তির শরীরে Amino Acid-এর সংখ্যা___
(ক) ২২টি
(খ) ২০টি   ✓ 
(গ) ৮টি
(ঘ) ১০টি
 
৪৮. ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রের পরিচালক কে?
(ক) মােরশেদুল ইসলাম
(খ) সুভাষ দত্ত
(গ) হুমায়ূন আহমেদ   ✓ 
(ঘ) চাষী নজরুল ইসলাম
 
৪৯.  I __ here since 1980.
(ক) live
(খ) am living
(গ) have been living   ✓ 
(ঘ) lived
 
৫০.  Milk is ___ food.
(ক) nutritional
(খ) nutrient
(গ) nutritious   ✓ 
(ঘ) nutritive