অনলাইন পরীক্ষা - ৭ এর উত্তরপত্র (২৩/০৮/২২ ইং)

অনলাইন পরীক্ষা - ৭ এর লিংক:

অনলাইন পরীক্ষা - ৭ এর উত্তরপত্র
মোট প্রশ্ন: ৫০ টি
তারিখ: ২৩/০৮/২২ ইং
==================
 ০১.  শরৎচন্দ্রের লেখা উপন্যাস কোনটি?
(ক) বিন্দুর ছেলে
(খ) রড় দিদি
(গ) রামের সুমতি
(ঘ) পথের দাবী   ✓
 
০২. মাত্রাহীন বর্ণ কয়টি? 
(ক) ১০ টি   ✓
(খ) ৩৯ টি
(গ) ৪০ টি
(ঘ) ৪৯ টি

০৩.  How — money do you require for this
(ক) many
(খ) much   ✓
(গ) for
(ঘ) few
 
০৪. সেক্রেটারি শব্দের পরিভাশিক শব্দ কোনটি?
(ক) মহাপরিচালক
(খ) পরিচালক
(গ) আহ্ববায়ক
(ঘ) সচিব   ✓
 
০৫.   He was deprived — his paternal property.
(ক) for
(খ) on
(গ) of   ✓
(ঘ) at
 
০৬. Eid day এর  আগে কোন preposition বসে?
(ক) at
(খ) on  ✓
(গ) in
(ঘ) by
 
০৭.  আপনি রােগীকে চিকিৎসা দিতে থাকিবেন”- সঠিক অনুবাদ কোনটি? 
(ক) You will be treating the patient.  ✓
(খ) You shall treating the patient.
(গ) You are treating the patient.
(ঘ) You shall be treating the patient.
 
০৮.  Man is a/an — animal.
(ক) natural
(খ) rational  ✓
(গ) wild
(ঘ) unsocial
 
০৯.   — Bangladeshis are proud of their glorious past.
(ক) A
(খ) An
(গ) The  ✓
(ঘ) This
 
১০.  মূত্রে নিচের কোনটি থাকে না?
(ক) আয়োডিন
(খ) সিসা
(গ) সোডিয়াম
(ঘ) ভিটামিন - বি২   ✓
 
১১.  যক্ষার জীবাণু আবিষ্কার হয় কত সালে?
(ক) ১৭৮০
(খ) ১৭৮২
(গ) ১৮৮০
(ঘ) ১৮৮২   ✓
 
১২. মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি?
(ক) আলনা
(খ) ফিমার
(গ) হিউমেরাস
(ঘ) স্টেপিস   ✓
 
১৩. সাধারণ পুরুষ মশা কত দিন বাচে?
(ক) ১ দিন   ✓
(খ) ২ দিন
(গ) ৩ দিন
(ঘ) ৪ দিন
 
১৪.  দেহের প্রতিরক্ষার কাজ করে কোনটি?
(ক) লােহিত রক্তকণিকা
(খ) শ্বেত রক্তকণিকা   ✓
(গ) অনুচক্রিকা
(ঘ) হরমন
 
১৫.  কোনটি মানব দেহের জন্য ভাল কোলেষ্টেরল?
(ক) VLDL
(খ) LDL
(গ) Triglyceride
(ঘ) HDL   ✓
 
১৬. সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী কোনটি?
(ক) লােহা
(খ) তামা
(গ) হীরক
(ঘ) রুপা   ✓
 
১৭.  বঙ্গভঙ্গ হয় কত সালে?
(ক) ১৬ই অক্টোবর ১৯৫২
(খ) ১০ই জানুয়ারী ১৮০৫
(গ) ১৬ই অক্টোবর১৯৭২
(ঘ) ১৬ই অক্টোবর ১৯০৫   ✓
 
১৮.  নির্বাচন কমিশনে প্রথম নারী কমিশনার কে?
(ক) ডা: শিরিন সুরতানা
(খ) মতিয়া চৌধুরী
(গ) ড. শিরিন শারমিন চৌধুরী
(ঘ) কবিতা খানম   ✓
 
১৯.  মুক্তি ও গণতন্ত্র’ তােরন কোথায় অবস্থিত?
(ক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
(খ) রংপুর বিশ্ববিদ্যালয়
(গ) ঢাকা বিশ্ববিদ্যালয়   ✓
(ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
 
২০.  What would be the right antonym of 'initiative?
(ক) apathy   ✓
(খ) indolence
(গ) enterprise
(ঘ) activity
 
২১.  Choose the correct sentence.
(ক) All of it depend on you.
(খ) All of it are depending on you.
(গ) All of it depends on you.   ✓
(ঘ) All of it are depended on you.
 
২২.  Which of the following is singular?
(ক) calfs
(খ) phenomena
(গ) spectator   ✓
(ঘ) mice
 
২৩.  The idiom 'A stitch in time saves nine' means—
(ক) saving lives
(খ) timely action   ✓
(গ) saving time
(ঘ) time tailoring
 
২৪.  The term 'household' means—
(ক) ঘর-বাড়ি
(খ) বসতবাড়ি
(গ) খানা   ✓
(ঘ) উঠান
 
২৫. সারা শরীরে পানি জমে যাওয়াকে কি বলে?
(ক) Anuria
(খ) Acidosis
(গ) Alkalosis
(ঘ) Anasarca   ✓
 
২৬.  কোন দেশের প্রধানকে ভাইস চ্যান্সেলর বলা হয়? 
(ক) ইতালী
(খ) ফ্রান্স
(গ) জার্মানী   ✓
(ঘ) বৃটেন
 
২৭. প্রথম  যুদ্ধাপরাধীর ফাঁসীর রায় কার্যকর করা হয় কোন সালে?
(ক) ২০১০ সালে
(খ) ২০১৩ সালে   ✓
(গ) ২০১৪ সালে
(ঘ) ২০১৫ সালে
 
২৮.   কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক?
(ক) কোকিলারা
(খ) ওরা কদম আলী
(গ) পায়ের আওয়াজ পাওয়া যায়   ✓
(ঘ) সুবচন নির্বাসনে
 
২৯.  কম্পিউটার সফটওয়্যার জগতে নাম করা প্রতিষ্ঠান কোনটি?
(ক) অলিভেট
(খ) আইবিএম
(গ) অ্যাপল ম্যাকিনটশ
(ঘ) মাইক্রোসফট   ✓
 
৩০.  কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়?
(ক) ২৮০
(খ) ২৩০   ✓
(গ) ৪০০
(ঘ) ৫০০
 
৩১.  IUCD-কাদের দেওয়া হয়?
(ক) যাদের জরায়ুতে Infection আছে
(খ) যাদের মাসিক স্বাভাবিক ও নিয়মিত   ✓
(গ) যাদের কোন সন্তান নেই
(ঘ) যাদের Cancer আছে
 
৩২. ‘জমিদার’ কোন ভাষা থেকে আগত শব্দ?
(ক) গুজরাটি
(খ) পাঞ্জাবী
(গ) তুর্কি
(ঘ) ফার্সি   ✓
 
৩৩.  'অসীম' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
(ক) সসীম   ✓
(খ) নিঃসীম
(গ) সীমাহীন
(ঘ) সীমাহীন
 
৩৪.  শিশুর জন্ডিস চিকিৎসায় কোনটি অপ্রয়ােজনীয়?
(ক) বেশী করে পানি খাওয়ানাে   ✓
(খ) Phototherapy
(গ) Pharmacologic therapy
(ঘ) Exchange transfusion
 
৩৫. সদ্য জন্ম নেয়া বাচ্চার ক্ষেত্রে কোনটি উচিৎ নয়?
(ক) শাল দুধ খেতে দেয়া
(খ) মুখে মধু দেয়া   ✓
(গ) সাথে সাথে মাথার চুল না কাটা
(ঘ) নরম ও পরিষ্কার বিছানায় রাখা
 
৩৬.  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর প্রধান কে?
(ক) আধানম ঘেব্রেইয়েসুস   ✓
(খ) হেলমুট কোহল
(গ) ডেভিড নাভারাে
(ঘ) মিশেল বাশলেট
 
৩৭.   কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?
(ক) চরিত্রহীন
(খ) পরিণীতা
(গ) গৃহদাহ
(ঘ) রাজসিংহ   ✓
 
৩৮. "বুলবুলিতে ধান খেয়েছে'' এখানে " বুলবুলিতে  "  কোন কারক?
(ক) করণ কারক
(খ) কর্তৃ কারক   ✓
(গ) কর্ম কারক
(ঘ) অধীকরণ কারক
 
৩৯.  সংস্কৃত উপসর্গের সংখ্যা কয়টি?
(ক) বারােটি
(খ) ষােলটি
(গ) কুড়িটি   ✓
(ঘ) চল্লিশটি
 
৪০.  কোনটি সূর্যের সমার্থক শব্দ?
(ক) অনল
(খ) অর্ক
(গ) অগ্নি
(ঘ) ভানু   ✓
 
৪১. বৃক্কের একক কী?
(ক) নিউরন
(খ) নেফ্রন   ✓
(গ) পেসমেকার
(ঘ) প্রোটন
 
৪২. বাংলাদেশী পুরুষের গড় আয়ু কত?
(ক) ৮০.৬ বছর
(খ) ৭১ বছর   ✓
(গ) ৬৪ বছর
(ঘ) ৭৩.৮ বছর
 
৪৩.  মানুষের মস্তিষ্কের করােটি স্নায়ু সংখ্যা কত?
(ক) ১০ জোড়া
(খ) ১২ জোড়া   ✓
(গ) ১৫ জোড়া
(ঘ) ৮ জোড়া
 
৪৪.  মানবদেহে রক্তে সােডিয়াম আয়নের নরমাল Value কত?
(ক) 120-130 mmol/L
(খ) 135-145 mmol/L   ✓
(গ) 160-174 mmol/L
(ঘ) 130-145 mmol/L
 
৪৫.  কোনটি রক্তের কাজ নয়—
(ক) অক্সিজেন বিতরণ করা
(খ) হরমানে বিতরণ করা
(গ) কার্বনডাই অক্সাইজ পরিবহণ করা
(ঘ) জারক রস বিতরণ করা   ✓
 
৪৬.  চোখের পানির উৎস কোনটি?
(ক) কনিয়া
(খ) ল্যাক্রিমাল গ্ল্যান্ড   ✓
(গ) পিউপিল
(ঘ) ফোবিয়া সেন্ট্রালিস
 
৪৭.  ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলােচিত হয়?
(ক) ধ্বনিতত্ত্ব   ✓
(খ) বাক্যতত্ত্ব
(গ) রূপতত্ত্ব
(ঘ) শব্দতত্ত্ব
 
৪৮.  LBW কোনটি?
(ক) Weight less than 500 gm
(খ) Weight less than 1000 gm
(গ) Weight less than 1500 gm
(ঘ) Weight less than 2500 gm   ✓
 
৪৯.  কোনটি ম্যালেরিয়া জীবাণুর সাথে সম্পর্কিত?
(ক) Falciparum   ✓
(খ) Nipa virus
(গ) Staphylococcus
(ঘ) Rickets
 
৫০.  ঔষধ Prescription-এ 'TDPC' লেখা দিয়ে কী বুঝানাে হয়?
(ক) দুইবেলা খাওয়ার পর
(খ) খালি পেটে
(গ) তিন বেলা খাওয়ার পর   ✓
(ঘ) দুই বেলা খাওয়ার আগে