অনলাইন পরীক্ষা - ৫ এর উত্তরপত্র (২১/০৮/২২ ইং)

অনলাইন পরীক্ষা - ০৫ এর লিংক: <<Exam Link>>
অনলাইন পরীক্ষা - ০৫ এর উত্তরপত্র
তারিখ: ২১/০৮/২২ ইং
================
০১.  মানবদেহে কোন অঙ্গটির সাথে পার্টোল শিরা যুক্ত আছে?
(ক) চোখ
(খ) মস্তিস্ক
(গ) যকৃত  ✓
(ঘ) কিডনী
 
০২.  Fill in the blank: 'Each of the ladies told — own story'
(ক) its
(খ) her  ✓
(গ) their
(ঘ) hers

০৩.  কোন গ্রন্থিকে গ্রন্থির রাজা বলা হয়?
(ক) এড্রেনাল
(খ) থাইরয়েড
(গ) পিটুইটার  ✓
(ঘ) থাইমাস
 
০৪.  জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কোন সালে বাংলাদেশে নিয়ে আসা হয়?
(ক) ১৯৭২  ✓
(খ) ১৯৭৩
(গ) ১৯৭৪
(ঘ) ১৯৭৫
 
০৫.  Rice is our — food.
(ক) staple  ✓
(খ) secondary
(গ) national
(ঘ) optional
 
০৬.  Partograph এর অংশ কোনটি?
(ক) রক্তক্ষরণ পরিমাণ
(খ) Foetus এর Heart rate  ✓
(গ) মায়ের পুষ্টি দেখা
(ঘ) প্রসবের স্থান নির্ধারণ করা
 
০৭.  জাতিসংঘ দিবস কোনটি?
(ক) ২৪ আগস্ট
(খ) ২৪ নভেম্বর
(গ) ২৪ ডিসেম্বর
(ঘ) ২৪ অক্টোবর  ✓
 
০৮.  জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
(ক) অ্যান্তনিও গুতেরেস  ✓
(খ) অ্যান্টিনিউ মার্কেস
(গ) বান কি মুন
(ঘ) লি কিং

০৯. “তােমাকে দেখে আমি মুগ্ধ হলাম"- এই বাক্যটি কোন ভাষারীতিতে লেখা?
(ক) সাধু
(খ) চলিত  ✓
(গ) আঞ্চলিক
(ঘ) কথ্য
 
১০.  জমিদারী প্রথা বাংলাদেশ হতে কোন সালে উচ্ছেদ হয়?
(ক) ১৯৪৭
(খ) ১৯৫৩
(গ) ১৯৪৮
(ঘ) ১৯৫৬  ✓
 
১১. Choose the correct spelling
(ক) Accessorie
(খ) Accssories
(গ) Accessories  ✓
(ঘ) Accesiores
 
১২.  Complete the sentence : The train had started before—
(ক) We had reached the station.
(খ) We reached the station.  ✓
(গ) We were reaching the station.
(ঘ) We had been reaching the station.
 
১৩.  জন্মের সময় বাচ্চার মাথা অনেক বড় হলে তাকে কি বলা হয়?
(ক) Macrocephalus  ✓
(খ) Cephalo hematoma
(গ) Hydrocephalus
(ঘ) Hydronephrosis
 
১৪.  Lactating Mother কে কত ক্যালরী অতিরিক্ত খাবার দিতে হয়?
(ক) ১০০ ক্যালরী
(খ) ৩৫০ ক্যালরী
(গ) ৫৫০ ক্যালরী
(ঘ) ১০০০ ক্যালরী  ✓

১৫.  আন্তর্জাতিক আদালত কোন শহরে অবস্থিত?
(ক) কোপেনহেগেন
(খ) লন্ডন
(গ) দি হেগ  ✓
(ঘ) প্যারিস
 
১৬. জাতিসংঘের সনদ কার্যে পরিণত হয়___
(ক) ১৯৪৫ সালের ২৪ মে
(খ) ১৯৪৫ সালের ২৪ জুন
(গ) ১৯৪৫ সালের ২৪ সেপ্টেম্বর
(ঘ) ১৯৪৫ সালের ২৪ অক্টোবর  ✓

১৭.  বর্তমান বিশ্বের সর্বাপেক্ষা ভয়াবহ রােগ কোনটি?
(ক) AIDS  ✓
(খ) প্লেগ
(গ) বসন্ত
(ঘ) কোনােটিই নয়
 
১৮.  মানুষের মস্তিষ্কের করােটি স্নায়ু সংখ্যা কত?
(ক) ২০ টি
(খ) ২৪ টি  ✓
(গ) ৩০ টি
(ঘ) ১৬ টি
 
১৯.  The passive form of the sentence ‘I have killed the bird ‘ is_
(a) The bird has killed by me.
(b) The bird has been killed by me.  ✓
(c) The bird have been killed by me.
(d) The bird has been being killed by me.
 
২০.  হেমােডায়ালাইসিস চিকিৎসা পদ্ধতি —
(ক) হার্ট-ফেইলরের
(খ) স্ট্রোক এর
(গ) কিডনী বিকলতার  ✓
(ঘ) রেসেপেরেটরী ফেইলরে
 
২১.  ‘বিচ্ছিন্ন প্রতিলিপি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
(ক) মযহারুল ইসলাম  ✓
(খ) রফিকুল আজা
(গ) হুমায়ুন কবীর
(ঘ) জাহানারা ইমাম
 
২২.  ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?
(ক) নুরুলদীনের সারা জীবন
(খ) ক্রীতদাসের হাসি
(গ) ওরা কদম আলী
(ঘ) কবর  ✓
 
২৩.  ‘বিশ্ব জনসংখ্যা দিবস' পালন করা হয় কোন তারিখে?
(ক) ৮ মার্চ
(খ) ৭ এপ্রিল
(গ) ১১ জুলাই  ✓
(ঘ) ১৬ ডিসেম্বর
 
২৪.  মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
(ক) করতোয়া  ✓
(খ) গঙ্গা
(গ) ব্ৰহ্মপুত্র
(ঘ) মহানন্দা
 
২৫.  শ্বেত রক্ত কণিকার পরিমাণ প্রতি ঘন মিলিমিটার রক্তে কত হলে Thrombocytopenia বলে?
(ক) ৮০০০ এর নীচে
(খ) ৪০০০ এর নীচ  ✓
(গ) ১০০০০ এর নীচে
(ঘ) ৫০০০ এর নীচে
 
২৬.  ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে সংশ্লিষ্ট?
(ক) ওয়াটার লুর যুদ্ধ
(খ) আমেরিকার গৃহযুদ্ধ
(গ) ফরাসি বিপ্লব
(ঘ) ক্রিমিয়ার যুদ্ধ  ✓

২৭.  ভিটামিন B-12 এর ঘাটতিতে কী হয়?
(ক) ডায়াবেটিস
(খ) উচ্চ রক্তচাপ
(গ) রিকেট
(ঘ) রক্তশূন্যতা  ✓
 
২৮.  Fill in the blank. He insisted--- there.
(ক) on my going  ✓
(খ) is to go
(গ) over going
(ঘ) to go
 
২৯.  They have returned home early. The underlined word is a/an...
(ক) noun
(খ) adjective
(গ) adverb  ✓
(ঘ) preposition
 
৩০.  A friend ___ need is a friend indeed.
(ক) to
(খ) for
(গ) at
(ঘ) in  ✓

৩১.  Put the appropriate preposition for the sentence below. Some writers sink— oblivion in course of time.
(ক) in
(খ) by
(গ) to
(ঘ) into  ✓

৩২.  উচ্চারণ স্থানের নামানুসারে ব্যঞ্জনধ্বনিগুলাে কত ভাগে বিভক্ত?
(ক) ৫ ভাগে  ✓
(খ) ৬ ভাগে
(গ) ৭ ভাগে
(ঘ) ৮ ভাগে
 
৩৩. “আঁশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তােমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা' বলে বন্ধ করােনি প্রভু, - চরণটি জাতীয় কবির কোন কবিতার অংশ?
(ক) বিদ্রোহ
(খ) প্রার্থনা
(গ) মানুষ  ✓
(ঘ) আবেদন
 
৩৪.  কোনটা অনুজ্ঞা প্রকাশক?
(ক) তুমি গিয়েছিলে
(খ) তুমি যাও  ✓
(গ) তুমি যাচ্ছিলে
(ঘ) তুমি যাচ্ছ
 
৩৫.  “আমাদের দেশে হবে সেই ছেলে কবে/কথায় না বড় হয়ে কাজে বড় হবে"—পঙুক্তিটির রচয়িতা কে?
(ক) সুফিয়া কামাল
(খ) জসীমউদ্দীন
(গ) সুকুমার রায়
(ঘ) কুসুম কুমারী দাস  ✓

৩৬.  নিচের কোনটি সমাস নিষ্পন্ন শব্দের উদাহরণ?
(ক) নিবাস
(খ) বড়াই
(গ) মনমাঝি  ✓
(ঘ) ছাত্রকে
 
৩৭.  নিষ্পত্তি” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) নিঃ + পত্তি  ✓
(খ) নিঃ + স্পত্তি
(গ) নি + পত্তি
(ঘ) নিস্ + পত্তি
 
৩৮.  ‘আমার পূর্ব বাংলা’ কবিতাটির কবি কে?
(ক) আহসান হাবীব
(খ) ফররুখ আহমদ
(গ) সৈয়দ আলী আহসান  ✓
(ঘ) শামসুর রাহমান
 
৩৯.  কোন রােগের কারণে চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়?
(ক) চোখের অঞ্জলী
(খ) কামেলা (জন্ডিস)  ✓
(গ) চোখের ছানি
(ঘ) চোখ উঠা
 
৪০.  The body obtains its energy from consumption of __
(ক) Carbohydrate  ✓
(খ) Proteins
(গ) Minerals
(ঘ) Vitamins
 
৪১.  বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি নিদর্শন কোনটি?
(ক) চর্যাপদ
(খ) শ্রীকৃষ্ণকীর্তন  ✓
(গ) শেক শুভােদয়া
(ঘ) শূন্য পুরাণ
 
৪২.  What is the meaning of 'a bed of roses'?
(ক) bed full of roses
(খ) a comfortable bedroom
(গ) a life only of joy and happiness  ✓
(ঘ) a soft rosy hed
 
৪৩.  Foetal lie সবচাইতে বেশি হয় কোনটি?
(ক) Longitudinal Lie  ✓
(খ) Transverse Lie
(গ) Oblique Lie
(ঘ) Unstalbe Lie
 
৪৪.  The bird sings sweetly. Here the  "sweetly"  word is—
(ক) a verb
(খ) an adverb  ✓
(গ) an adjective
(ঘ) a conjunction
 
৪৫.  The body obtains its energy from consumption of?
(ক) Carbohydrate  ✓
(খ) Proteins
(গ) Minerals
(ঘ) Vitamins
 
৪৬.  Bird Flue-এর জীবানুর নাম কি?
(ক) Avian Influenza
(খ) H5N1  ✓
(গ) BacillasAnthrasis
(ঘ) None
 
৪৭.  ভায়াগ্রা কী?
(ক) জলপ্রপাত
(খ) ঔষধ  ✓
(গ) রােগ
(ঘ) যন্ত্র
 
৪৮.  বছরে আমাদের কয়লা খনি হতে কী পরিমাণ কয়লা উৎপাদিত হচ্ছে?
(ক) ৮-১৫ লক্ষ মে:টন  ✓
(খ) ২০-২৫ লক্ষ মে:টন
(গ) ২৫-৩০ লক্ষ মে:টন
(ঘ) ৩০-৩৫ লক্ষ মে:টন
 
৪৯. They travelled to Savar-------
(ক) on foot  ✓
(খ) by walking
(গ) on their feet
(ঘ) by foot
 
৫০.  মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
(ক) ভারত
(খ) আলজেরিয়া
(গ) আলবেনিয়া
(ঘ) মেসিডোনিয়া  ✓

৫১.  Kidney র Proximal convoluted tublule এ সম্পূর্ণ শোষিত হয় কোনটি?
(ক) Water
(খ) Glucose  ✓
(গ) Sodium
(ঘ) Potassium
 
৫২.  নিচের কোন এসিড পাকস্থলিতে থাকে?
(ক) Hydrochloric Acid  ✓
(খ) Acetic Acid
(গ) Formic Acid
(ঘ) Sulphuric-acid
 
৫৩.  'We read novels' - passive voice
(ক) Novels is read by us.
(খ) Novels are read by us.  ✓
(গ) Novels are read by we.
(ঘ) Novels are being read by us.
 
৫৪.  বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ন দেশ কোনটি?
(ক) বাংলাদেশ
(খ) মােনাকো  ✓
(গ) সিঙ্গাপুর
(ঘ) দ্য ম্যাকাও
 
৫৫.  এখন হিজরি সনের কততম মাস চলছে?
(ক) ১ম মাস  ✓
(খ) ৩য় মাস
(গ) ৮ম মাস
(ঘ) (ঘ) ৯ম মাস
 
৫৬.  নিচের কোনটি Negative ion?
(ক) Chloride  ✓
(খ) Sodium
(গ) calcium
(ঘ) Magnesium
 
৫৭.  Spinal nerve কয়টি?
(ক) ৬২ টি  ✓
(খ) ৬১ টি
(গ) ৩১ টি
(ঘ) ৪০ টি
 
৫৮.  পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে?
(ক) পর্তুগাল ও মরক্কো
(খ) মরক্কো ও স্পেন
(গ) ভারত ও শ্রীলংকা  ✓
(ঘ) মৌরিতানিয়া ও স্পেন
 
৫৯.  কোন কবিকে স্বভাব কবি নামে অভিহিত করা হয়?
(ক) সুকান্ত
(খ) মুকুন্দ দাস
(গ) গোবিন্দ চন্দ্র দাস  ✓
(ঘ) আবদুল করিম
 
৬০.  Which of the following has the correct spelling?
(ক) Cruciial
(খ) Crucial  ✓
(গ) Crustial
(ঘ) Crusial
 
৬১.  কোনটি 'হ্ন' এর শুদ্ধরূপ?
(ক) হ + ন
(খ) হ্ + ণ
(গ) ন্ + হ
(ঘ) হ্ + ন  ✓
 
৬২.  রক্তনালীতে রক্ত জমাট না বাধার জন্য দায়ী কে?
(ক) ইউরিক এসিড
(খ) হিমােগ্লোবিন
(গ) হেপারিন  ✓
(ঘ) vitamin K
 
৬৩.  ”পদ্মাবতী” কাব্যগ্রন্থের রচয়িতা কে?
(ক) দৌলত কাজী
(খ) মাগন ঠাকুর
(গ) সৈয়দ আলাওল  ✓
(ঘ) শাহ মুহম্মদ সগীর
 
৬৪.  ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
(ক) নরেন্দ্র মােদি
(খ) এ পি জে আব্দুল কালাম
(গ) দ্রৌপদী মুর্মু  ✓
(ঘ) রামনাথ কোবিন্দ
 
৬৫.  বিলিরুবিন কোথায় তৈরি হয়?
(ক) অস্থিতে
(খ) রক্তে
(গ) যকৃতে  ✓
(ঘ) পাকস্থলিতে
 
৬৬.  হাড়ের কোষের নাম __
(ক) Fibroblast
(খ) Chondroblast
(গ) Ependymal cells
(ঘ) Osteoblast  ✓

৬৭. কোন চরিত্রটি “লালসাল” উপন্যাসে নেই?
(ক) জমিলা
(খ) আমেনা বিবি
(গ) করিমা বিবি  ✓
(ঘ) রহীমা
 
৬৮.  পূর্ণবয়স্ক ব্যক্তির শরীরে Amino Acid-এর সংখ্যা __
(ক) ২২টি
(খ) ২০টি  ✓
(গ) ৮টি
(ঘ) ১০টি
 
৬৯.  Ectopic Pregnancy-তে কোন তথ্যটি ভুল
(ক) সাধারণত Ovary-তে হয়
(খ) Haemoperitoneum হতে পারে না
(গ) Ch. Salpingitis একত্রে থাকতে পারে  ✓
(ঘ) Uterus এর বাইরে যে কোন জায়গায় হতে পারে
 
৭০.  প্রসব পরবর্তী জটিলতা___
(ক) অপুষ্টি
(খ) পিউরপেরাল sepsis  ✓
(গ) চোখে ঝাপসা দেখা
(ঘ) stroke
 
৭১.  প্রারাইটাল এবং ফ্রন্টাল অস্থির সংযােগকারী সুচারের নাম—
(ক) করােনাল  ✓
(খ) স্কোয়ামাস
(গ) প্যারেইটাল
(ঘ) ল্যাম্বডয়ড
 
৭২.  মানবদেহে প্রথম COVID-19 সনাক্ত হয় কোথায় এবং কবে?
(ক) ইটালীর রােম, ২০১৯ সালে
(খ) চীনের উহান, ২০১৯ সালে  ✓
(গ) কোরিয়ার শিউল, ২০১৯ সালে
(ঘ) বাংলাদেশের রংপুর, ২০১৯ সালে
 
৭৩.  লােহিত রক্তকণিকার আয়ুষ্কাল __
(ক) ১০ দিন
(খ) ১৩০ দিন
(গ) ১২০ দিন  ✓
(ঘ) ১৫ দিন
 
৭৪.  Radio-opaque Tablets কখন দেওয়া হয়?
(ক) চেস্ট এক্সরে এর পূর্বে
(খ) চেস্ট এক্সরে এর পরে
(গ) বেরিয়াম মিল এক্সরে এর পূর্বে  ✓
(ঘ) বেরিয়াম মিল এক্সরে এর পরে
 
৭৫.  প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
(ক) ৭ মার্চ, ১৯৭১
(খ) ২৬ শে মার্চ, ১৯৭১
(গ) ২ মার্চ, ১৯৭১  ✓
(ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১
 
৭৬. মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অন্তর্ভূক্ত ছিল?
(ক) ১ নম্বর
(খ) ২ নম্বর  ✓
(গ) ৩ নম্বর
(ঘ) ১১ নম্বর
 
৭৭.  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কবে বাংলাদেশ ফিরে আসে?
(ক) ১২ জানুয়ারি, ১৯৭২
(খ) ২৬ মার্চ, ১৯৭২
(গ) ১০ জানুয়ারি, ১৯৭২  ✓
(ঘ) ১৪ এপ্রিল, ১৯৭২
 
৭৮.  বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রীর নাম কি?
(ক) সৈয়দ নজরুল ইসলাম
(খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(গ) তাজউদ্দিন আহমেদ  ✓
(ঘ) লতিফুর রহমান
 
৭৯.  অটিজম মােকাবেলায় বাংলাদেশে কে WHO স্বর্ণপদক পান?
(ক) মাসুদ বিন মাের্শেদ
(খ) সায়মা ওয়াজেদ পুতুল  ✓
(গ) ড: মাে: বেনজামিন
(ঘ) প্রতিভা দেবী
 
৮০.  ষাট কেজি ওজনের মানবদেহে প্রতিদিন কতটুকু পানির প্রয়ােজন হয়?
(ক) ৩ লিটার  ✓
(খ) ৩.৫লিটার
(গ) ২.৫ লিটার
(ঘ) ২.৪ লিটার
 
৮১.  শরীরের কোন অংশ পুড়ে গেলে তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কি নেয়া উচিত?
(ক) ডিম এর শুধু সাদা অংশ দিয়ে প্রলেপ দেয়া
(খ) বরফ বা পরিষ্কার কলের পানি দেয়া  ✓
(গ) লবণ পানি দেয়া
(ঘ) নারিকেলের তেল দেয়া
 
৮২.  “সৌভাগ্যের বিষয়” কথাটি কোন বাগধারা দিয়ে বােঝানাে হয়েছে?
(ক) কেউকেটা
(খ) একাদশে বৃহস্পতি  ✓
(গ) গোঁফ খেজুরে
(ঘ) এলাহী কান্ড
 
৮৩.  Which one is the reflexive pronoun?
(ক) who
(খ) himself  ✓
(গ) one
(ঘ) they
 
৮৪. “পদ্মা নদীর মাঝি” লেখক কে?
(ক) মানিক বন্দোপাধ্যায়  ✓
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ)জীবনানন্দ দাস
(ঘ) জসীম উদ্দীন
 
৮৫.  “বিজ্ঞান” শব্দের বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) বিশেষ  ✓
(খ) অভাব
(গ) গতি
(ঘ) সাধারন
 
৮৬.  প্রাণীদেহে শর্করা সঞ্চিত হয় কোন অংশে?
(ক) গ্যালাকটোজ
(খ) গ্লুকোজ
(গ) গ্লুটামিন
(ঘ) গ্লাইকোজেন  ✓

৮৭.  কোন বানানটি শুদ্ধ?
(ক) গীতাঞ্জলী
(খ) গিতাঞ্জলী
(গ) গীতাঞ্জলি  ✓
(ঘ) গিতাঞ্জলী
 
৮৮.  যক্ষার জীবাণু আবিষ্কার করেন কে?
(ক) রবার্ট কচ  ✓
(খ) লুই পাস্তুর
(গ) লিয়েন হুক
(ঘ) লোনাল্ড রস
 
৮৯.   Identify the correct sentence :
(ক) Has the doctor informed you of his decision?  ✓
(খ) Has the doctor informed of his decision to you?
(গ) Has the doctor informed his decision to you?
(ঘ) Has the doctor informed you his decision?
 
৯০.  মিনিটে ১৫ ফোঁটা করে ১০০০ মিলি আইভি ফুইড দিতে কত সময় লাগবে?
(ক) ৪ ঘন্টা
(খ) ৮ ঘন্টা
(গ) ১২ ঘন্টা
(ঘ) ১৬ ঘন্টা  ✓

৯১.  APGAR Score এর লক্ষণ নয় নীচের কোনটি?
(ক) চামড়ার রং
(খ) শ্বাস-প্রশ্বাস বাড়া
(গ) শরীরের মাংশ পেশির দূর্বলতা
(ঘ) ওজন  ✓

৯২.  IUGR Baby'র ক্ষেত্রে বেশি হয় কোনটি?
(ক) Asphyxia
(খ) Hypoglycaemia  ✓
(গ) Hypothermia
(ঘ) Hyperthermia
 
৯৩.  রক্ত সংগ্রহের জন্যে পছন্দসই শিরা__
(ক) Cephalic vein
(খ) Carotid vein
(গ) Median cubital vein  ✓
(ঘ) Axillary vein
 
৯৪.  প্রাথমিক প্রতিরােধ বলতে বুঝায়__
(ক) স্বাস্থ্যের উন্নয়ন  ✓
(খ) প্রাথমিক পর্যায়ে রােগের কারণসমূহ হতে
(গ) পর্যাপ্ত চিকিৎসা
(ঘ) পুনর্বাসন
 
৯৫.  পেঁকিছাটা লাল চালে বেশী থাকে?
(ক) থায়ােমিন  ✓
(খ) রাইবােফ্লাবিন
(গ) ভিটামিন ডি
(ঘ) ভিটামিন এ
 
৯৬.  মাহটোটিক ডিভিশন হয়—
(ক) সােমাটিক সেল এ  ✓
(খ) নিওরােন এ
(গ) লেট স্টেজ অব sex cell এ
(ঘ) cardiac muscle
 
৯৭.  শিশু জন্মের পর Umbilical cord বাধতে হয়—
(ক) ৩ মি. পরে
(খ) ৪ মি. পরে
(গ) ৩ মিনিটের মধ্যে  ✓
(ঘ) ৪ মিনিটের মধ্যে
 
৯৮.  DNA ম্যাপিং এর জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
(ক) বায়ােমেট্রিক্স
(খ) জেনেটিক্স
(গ) রােবােটিক্স
(ঘ) বায়ােইনফরমেটিক্স  ✓

৯৯.  He is a big fish in the banking world. Here the expression 'big fish' means—
(ক) corrupt person
(খ) an important or influential person  ✓
(গ) a person holding an important post
(ঘ) a slippery and secretive
 
১০০.  Loading does of MgSO4 এ দেয়া হয়—  
(ক) 10 gm MgSO4
(খ) 8 gm MgSO4  ✓
(গ) 12 gm MgSO4
(ঘ) 6 gm MgSO4