অনলাইন পরীক্ষা - ৩ এর উত্তরপত্র (১৮/০৮/২২ইং)

অনলাইন পরীক্ষা - ০৩ এর লিংক:
 
অনলাইন পরীক্ষা - ০৩ এর উত্তরপত্র
তারিখ: ১৮/০৮/২২ইং
================

 ০১.  কোন Helminth এনিমিয়ার (Anemia) প্রধান কারণ?
(ক) Round worm
(খ) Thread worm
(গ) Hook Worm  ✓
(ঘ) Pin worm
 
০২.  মানব দেহের কোন অঙ্গে ইনসুলিন উৎপন্ন হয়?
(ক) হৃদপিণ্ড
(খ) যকৃত
(গ) অগ্নাশয়  ✓
(ঘ) বৃক্ক
 
০৩.  Oxytocin is a hormone produced by:
(ক) Ovaries
(খ) Placenta
(গ) Pituitary gland  ✓
(ঘ) Adrenal glands
 
০৪.  ‘মহাশ্মশান’-কাব্য কে রচনা করেন?
(ক) ফররুখ আহমেদ
(খ) মীর মশাররফ হােসেন
(গ) কায়কোবাদ  ✓
(ঘ) বিষ্ণু দে
 
০৫.  What is the antonym of the word 'above'
(ক) below  ✓
(খ) before
(গ) ground
(ঘ) beyond
 
০৬.   ‘হাে চি মিন’ কোন দেশের নাগরিক ছিলেন?  
(ক) উত্তর কোরিয়া
(খ) চীন
(গ) কম্বােডিয়া
(ঘ) ভিয়েতনাম  ✓

০৭.  সার্বভৌম গণপ্রজাতন্ত্ররূপে বাংলাদেশের প্রতিষ্ঠা কবে আনুষ্ঠানিকভাবে ঘােষণা করা হয়?
(ক) ১৭ এপ্রিল, ১৯৭১
(খ) ১০এপ্রিল, ১৯৭১  ✓
(গ) ২৬ মার্চ, ১৯৭১
(ঘ) ১০ জানুয়ারি, ১৯৭২
 
০৮.  Immune compromised ব্যাক্তিকে কোন Vaccine দেয়া যাবে না?
(ক) MMR Vaccine
(খ) DPT Vaccine
(গ) Pneumo coccal Vaccine
(ঘ) Influenza Vaccine  ✓

০৯.  কেরােসিন কোন ভাষা থেকে এসেছে?
(ক) চীনা
(খ) জাপানি
(গ) পর্তুগীজ
(ঘ) ইংরেজি  ✓

১০.  Which one of the following is a command?
(ক) Oh my God, I am undone?
(খ) Why are you running?
(গ) March forward!  ✓
(ঘ) It is better to die than to suffer.
 
১১.  When Nobel prize on literature was started?
(ক) 1911
(খ) 1891
(গ) 1901  ✓
(ঘ) 1913
 
১২.  গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’ বাংলায় কে অনুবাদ করেন?
(ক) মুনীর চৌধুরী
(খ) কবির চৌধুরী
(গ) সৈয়দ আলী আহসান  ✓
(ঘ) লিলি চৌধুরী
 
১৩.  সমাসবদ্ধ শব্দ 'আনত' কোন সমাসের উদাহরণ?
(ক) বহুব্রীহি
(খ) কর্মধারয়
(গ) সুপসুপা
(ঘ) অব্যয়ীভাব  ✓

১৪.  আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি।
(ক) I prefer death from dishonour
(খ) I liked death more than dishonour
(গ) I prefer death to dishonour  ✓
(ঘ) I prefer death more than insult
 
১৫.  ‘সুবচন নির্বাসনে’ নাটকটির রচয়িতা কে?
(ক) শামসুল হক
(খ) আবদুল্লাহ আল মামুন  ✓
(গ) সেলিম আল দীন
(ঘ) কল্যাণ মিত্র
 
১৬.  সেন্টমার্টিন দ্বীপ এর অপর নাম কি?
(ক) সােনাদিয়া
(খ) নিঝুমদ্বীপ
(গ) কুতুবদিয়া
(ঘ) নারিকেল জিঞ্জিরা  ✓

১৭.  নিচের কোনটি পরিবার-পরিকল্পনার অস্থায়ী পদ্ধতি নয়?
(ক) টিউবেকটমী  ✓
(খ) ইমপ্ল্যান্ট
(গ) আইইউডি
(ঘ) খাবারবড়ি
 
১৮.  Ovary থেকে নিঃসৃত হরমােন এর নাম
(ক) Prolactin
(খ) Oestrogen  ✓
(গ) Testosterone
(ঘ) Cortisol
 
১৯.  Edema is seen in following except.
(ক) Kwashiorker
(খ) Congestive heart failure  ✓
(গ) Marasmus
(ঘ) Nephrotic Syndrome
 
২০.  How fine the flower is! It is an__
(ক) Assertive sentence
(খ) Exclamatory sentence  ✓
(গ) Optative sentence
(ঘ) Negative sentence
 
২১.  কোনটি parts of speech নয়?
(ক) noun
(খ) gerund  ✓
(গ) pronoun
(ঘ) verb
 
২২.  Which one is correct?
(ক) The lady died of cancer  ✓
(খ) The lady died from cancer
(গ) The lady died due to cancer
(ঘ) The lady died by cancer
 
২৩.  আগুন এর প্রতিশব্দ কোনটি?
(ক) অনল  ✓
(খ) আসল
(গ) আকাশ
(ঘ) আনন্দ
 
২৪.  বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
(ক) শেষের পরিচয়
(খ) বসন্তবেলা
(গ) আলালের ঘরের দুলাল  ✓
(ঘ) আকাশ প্রদীপ
 
২৫.  বাংলাদেশে আয়তনের দিক থেকে সবচেয়ে ছােট জেলা কোনটি?
(ক) ভােলা
(খ) মেহেরপুর  ✓
(গ) সাতক্ষীরা
(ঘ) গাজীপুর
 
২৬.  ‘ভাওয়াইয়া’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?
(ক) চাপাইনবাবগঞ্জ
(খ) রংপুর  ✓
(গ) ময়মনসিংহ
(ঘ) কুষ্টিয়া
 
২৭.  'Climate' হলাে —
(ক) আবহাওয়া
(খ) পরিবেশ
(গ) জলবায়ু  ✓
(ঘ) ঋতু
 
২৮.  পানি বাহিত রােগ কোনটি?
(ক) Diphtheria
(খ) Typhoid fever  ✓
(গ) Malaria
(ঘ) Tuberculosis
 
২৯.  Which vitamin is best for eye sight?
(ক) Vitamin B12
(খ) Vitamin B6
(গ) Vitamin C
(ঘ) Vitamin A  ✓

৩০.  During blood transfusion, a patient develops chills and headache. Which one is the best action of a nurse.
(ক) Notify the physician
(খ) Stop transfusion immediately  ✓
(গ) Cover the patient with blanket
(ঘ) Slow the blood flow