অনলাইন পরীক্ষা -১১ (৩১/০৮/২২ইং)


মোট প্রশ্ন ৩০টি,
পূর্ণমান: ৩০
পরীক্ষার সময় থাকবে: ২০ মিনিট
(ভাষা, বর্ণ, ধ্বনি, শব্দ , বাংলা শব্দাবলী ও বিদেশি শব্দের ব্যাবহার থেকে ৩০ টি প্রশ্ন করা হবে।)
ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
রাত ১০ টার পরীক্ষায় যারা অংশ নেবেন শুধু তাদের মেরিট লিস্ট দেয়া হবে। যারা ১০ টায় পরীক্ষা দিতে পারবেননা তারা মেরিট লিস্ট প্রকাশের পরে পরীক্ষার প্রশ্নটি দেখতে পাবেন এবং পরীক্ষা দিতে পারবেন।
>০৩. বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহন করেছে চীনা ভাষা হতে? (ক) চাকু,চাকর (খ) খদ্দর, হরতাল (গ) চা,চিনি ✓ (ঘ) রিক্সা,রেস্তোরা ০২. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? (ক) অসমিয়া (খ) হিন্দি (গ) বঙ্গকামরুপী ✓ (ঘ) সংস্কৃত ০১. মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? (ক) বাগযন্ত্রের সাহায্যে ✓ (খ) কণ্ঠের সাহায্যে (গ) ঠোঁটের সাহায্যে (ঘ) ইঙ্গিতের সাহায্যে ০৪. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? (ক) পালি (খ) সংস্কৃত (গ) প্রাকৃত ✓ (ঘ) হিন্দি ০৬. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি ? (ক) ৩টি ✓ (খ) ৪ টি (গ) ৫ টি (ঘ) ৬টি ০৮. কোনটি নিলীন বর্ণ - (ক) ই (খ) উ (গ) এ (ঘ) অ ✓ ০৭. কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়? (ক) ষ ও স (খ) শ ও হ (গ) প ও ম (ঘ) য ও ব ✓ ১১. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় না? (ক) অঘোষধ্বনি ✓ (খ) ঘোষধ্বনি (গ) মহাপ্রাণ ধ্বনি (ঘ) অল্পপ্রাণ ধ্বনি ১০. যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না, তাকে বলে -- ? (ক) ঘোষ (খ) অঘোষ ✓ (গ) অল্পপ্রাণ (ঘ) মহাপ্রাণ ০৯. আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়? (ক) বাহান্নটি (খ) পয়তাল্লিশটি ✓ (গ) চুয়ান্নটি (ঘ) আটত্রিশটি ০৫. ”ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ” কে রচনা করেন? (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায় ✓ (গ) মুহম্মদ শহীদুল্লাহ (ঘ) সুকুমার সেন