অনলাইন নার্সিং লিখিত পরীক্ষার রুটিন (৭ থেকে ২২ মে)

পরীক্ষার বিষয়বস্তু এবং সময়সূচিসহ পরীক্ষার জন্য pdf ফাইল ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন

বিঃদ্রঃ

পরবর্তী পরীক্ষার রুটিন ২৩/০৫/ ২১ ইং তারিখ জানানো হবে । যেকেনো সময় অনলাইন পরীক্ষার রুটিন পরিবর্তন করা হবে যদি এর মধ্যে BPSC এর পরীক্ষার নোটিশ আসে ।

পরীক্ষার বিবরণ ও নিয়মসমূহ

Ø  পরীক্ষা চলাকালিন সময় একটি সবুজ রংয়ের ঘড়িতে সময় উঠবে। উক্ত ঘড়ির সময় শেষ হলেই পরীক্ষার সময় শেষ হয়ে যাবে ।

Ø  প্রতিটি পরীক্ষা শুরু হবে রাত ১০ টা ৩০ মিনিটে

Ø  শেষ হবে ১১ টা ৩০ মিনিটে, মোট ৪৮ মিনিট লেখার জন্য এবং খাতা জমা দেয়ার জন্য পাবেন অতিরিক্ত ১২ মিনিট ।

Ø  নির্ধারিত সময়ের পড়ে জমা দিলে তা গ্রহণযোগ্য হবেনা ।

Ø  আপনি সঠিক সময়ে খাতা জমা দিলে আপনার মোবাইলে সঙ্গে সঙ্গে একটি Confirmation Email আসবে । আর দেরি করে জমা দিলে আপনি দেরি করে জমা দিয়েছেন, সেটা বলা থাকবে ।

Ø  প্রতিটি পরীক্ষা হবে লিখিত, খাতায় লিখে ফটো তুলে ইমেইলে জমা দিতে হবে ।

Ø  পরীক্ষার প্রশ্ন সরাসরি ওয়েব সাইটে ঠিক ১০ টা ৩০ মিনিটে দেয়া হবে। প্রতিটি পরীক্ষার লিংক সকলের ইমেইলে দেয়া হবে ২/৩ ঘন্টা আগেই । তাছাড়া exam.mynursing.club এই লিংকে গেলে সর্বপ্রথম যে লিংকটি পাবেন, সেটিই হবে Exam Link.

Ø  পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা চলাকালিন যেকোন সময় কোনো সমস্যায় পড়লে আমাদের পেজে নক করতে পারেন । অথবা সরাসরি কল করতে পারেন ০১৯০৪-৩২৮২০৩ অথবা, ০১৭৬১-০৫৮৯০১ অথবা, ০১৫৩১-৯২০৯৭৮

Exam Result
Ø  প্রতিটি পরীক্ষার খাতা যথায়থভাবে দেখে পরবর্তী দিন দুপুর টায় দেয়া হবে প্রত্যেকের নিজ নিজ উত্তরপত্র নিজ নিজ ইমেইলে ঠিক টার সময় পাবেন বিশেষ কোনো সমস্যা হলে রেসাল্ট দেয়া দেরি হতে পারে