অনলাইন পরীক্ষা ১৩ ( সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতি)


আজকের পরিক্ষা শেষ, পরবর্তী পরীক্ষার রুটিন ও সময়সূচি দেয়া আছে, সে অনুসারে হবে। 
পরীক্ষার রেসাল্ট আগামিকাল দুপুর ১২ টায় দেয়া হবে। সাথে উত্তরপত্র থাকবে। 
মেরিট বা মেধাক্রমে সিরিয়াল  এখানেই দেয়া হবে। তাছাড়া ফেজবুক গ্রুপেও দেয়া হবে।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নামের সংক্ষিপ্তরূপের পূর্ণরূপ লিখন। যেমন WHO, ILO, BRICS ইত্যাদি সংস্থার নামের পূর্ণরূপ লিখন। এজন্য  নার্সিং লিখিত পরীক্ষা, বিপিএসসির বিভিন্ন পরীক্ষা এবং BCS পরীক্ষার প্রশ্নগুলি থেকে করা হয়েছে। এই পরীক্ষা। খাতায় লিখে জমা দিতে হবে। বিস্তারিত প্রশ্নের নিচে রয়েছে ভালোভাবে পড়ে পরীক্ষা শুরু করার জন্য অনুলোধ রইলো। 

আজ মোট পরীক্ষার্থী  : ২১৪ জন
পরীক্ষার শেষে জমা দিয়েছেন: ১৭৭ জন
দেরিতে জমা দিয়েছেন : ৩৭ জন (রাত ১ টা পর্যন্ত কাউন্ট করা হয়েছে)

যারা এখন পরীক্ষা দিতে পারেননি তারা যেকোনো সময় ব্যাচ কোড দিয়ে প্রশ্ন দেখতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন পরবর্তী পরীক্ষায় যথাসময়ে আংশগ্রহণ করার জন্য  অনুরোধ করা হচ্ছে ।