নার্সিং অনলাইন পরীক্ষার সময়সূচি ও বিষয়বস্তু



গত ২৮/০২/২১ ইং তারিখে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের Preliminary/ mcq পরীক্ষার রেসাল্ট প্রকাশ করেছে, একই সাথে মিডওয়াইফদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে বিপিএসসি কর্তৃপক্ষ।

সকলে অবগত আছেন mynurssing.club কর্তৃক প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা মোট ১৫ টি অনলাইন পরীক্ষা এবং ৯ টি কলেজ ভিত্তিক গ্রুপ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যাবস্থা করা হয়েছিল।

তারি ধারাবাহিকতায় Written পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা নিয়মিতভাবে পরীক্ষা নেব। তবে রিটেন পরীক্ষার প্রশ্নের উত্তর দেখে মার্ক দেয়া, সকলের উত্তরপত্রের ভুলগুলি ধরিয়ে দেয়া, পরামর্শ ও সাজেশন দেবার জন্য আমরা ৫ জন মেধাবি নার্সকে নিয়োগ দিয়েছি যারা পুরো পরীক্ষা পরিচালনা করবেন।
Exam এ অংশ নেয়ার জন্য বিস্তরিত দেখতে এখানে ক্লিক করুন....
নিচে পরীক্ষার তারিখ ও বিষয় বস্তু উল্লেখ করা হলোঃ

অনলাইন পরীক্ষা - ১, ২, ৩ এবং ৪ এর প্রশ্ন নিম্নোক্ত পরীক্ষার প্রশ্ন থেকে করা হবে।
  1. বাংলাদেশ ব্যাংকের এক্স ক্যাডার নার্স লিখিত পরীক্ষা ২০২১
  2. সমাজসেবা অধীদপ্তরের নার্স লিখিত পরীক্ষা ২০২০
  3. জনপ্রশাসন মন্ত্রণালয়ের সেবা বিভাগের অধীন ডিপ্লোমা নার্স লিখিত পরীক্ষা ২০২০
  4. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নার্স লিখিত পরীক্ষা ২০২০
  5. জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র স্টাফ নার্স লিখিত পরীক্ষা ২০১৮
  6. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ডিপ্লোমা নার্স লিখিত পরীক্ষা ২০১৮
  7. জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র স্টাফ নার্স লিখিত পরীক্ষা ২০১৭
  8. সোনালি ব্যাংকের নার্স লিখিত পরীক্ষা ২০১৬
  9. বাংলাদেশ ব্যাংকের এক্স ক্যাডার নার্স লিখিত পরীক্ষা ২০১৩
  10. জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র স্টাফ নার্স লিখিত পরীক্ষা ২০১৩
  11. জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র স্টাফ নার্স লিখিত পরীক্ষা ২০০৯
এছাড়া নিম্নোক্ত ৩টি প্রশ্ন নার্সিং এর সাথে কিছুটা মিল থাকায় নেয়া হলোঃ
  1. সমাজসেবা অধীদপ্তরের ডে কেয়ার এসিস্ট্যান্ট লিখিত পরীক্ষা ২০২০
  2. স্বাস্থ্য অধীদপ্তরের মেডিক্যাল টেকনোলজিস্ট লিখিত পরীক্ষা ২০২০
  3. স্বাস্থ্য অধীদপ্তরের মেডিক্যাল টেকনেশিয়ান লিখিত পরীক্ষা ২০২০

পরিক্ষা ও তারিখপরীক্ষার বিবরণ

পরীক্ষা–১
১০/০৩/২১

উপরোক্ত ১৪ টি পরীক্ষার প্রশ্ন থেকে বাংলা অংশের থেকে পরীক্ষা হবে।
পরীক্ষা শুরু হবে রাত ০৯:৩০ মিনিটে।
সময় থাকবে ৪৮ মিনিট, পূর্ণমান ৪০

পরীক্ষা–২
১২/০৩/২১

উপরোক্ত ১৪ টি পরীক্ষার প্রশ্ন থেকে ইংরেজী অংশের থেকে পরীক্ষা হবে।
সময় থাকবে ৪৮ মিনিট, পূর্ণমান ৪০

পরীক্ষা–৩
১৫/০৩/২১

উপরোক্ত ১৪ টি পরীক্ষার প্রশ্ন থেকে সাধারণ জ্ঞান অংশের থেকে পরীক্ষা হবে।
সময় থাকবে ৪৮ মিনিট, পূর্ণমান ৪০

পরীক্ষা–৪
১৭/০৩/২১

৪০ তম  BCS থেকে ৩০ তম বিসিএস এর লিখিত পরীক্ষার শুধু বাংলা অংশ থেকে পরীক্ষা হবে। নন ক্যাডার সিলেবাসের অন্তর্ভুক্ত নয় এমন প্রশ্নগুলি বাদ দেয়া হবে।
মানঃ ৪০ মার্ক, সময়ঃ ৪৮ মিনিট।

পরীক্ষা–৫
১৯/০৩/২১

২৯ তম থেকে ১০ তম BCS এর বাংলা অংশ, বাছাইকুৃত প্রশ্নসমূহ।
মানঃ ৪০ মার্ক, সময়ঃ ৪৮ মিনিট।

পরীক্ষা–৬
২১/০৩/২১

৪০ তম থেকে ৩০ তম BCS এর ইংরেজি অংশ, বাছাইকুৃত প্রশ্নসমূহ।
মানঃ ৪০ মার্ক, সময়ঃ ৪৮ মিনিট।

পরীক্ষা–৭
২৩/০৩/২১
২৯ তম থেকে ১০ তম BCS এর ইংরেজি অংশ, বাছাইকুৃত প্রশ্নসমূহ।
মানঃ ৪০ মার্ক, সময়ঃ ৪৮ মিনিট।

পরীক্ষা–৮
২৫/০৩/২১

৪০ তম থেকে ৩০ তম BCS এর সাধারণ জ্ঞান অংশ, বাছাইকুৃত প্রশ্নসমূহ।
মানঃ ৪০ মার্ক, সময়ঃ ৪৮ মিনিট।

পরীক্ষা–৯
২৭/০৩/২১


২৯ তম থেকে ১০ তম BCS এর সাধারণ জ্ঞান অংশ, বাছাইকুৃত প্রশ্নসমূহ।
মানঃ ৪০ মার্ক, সময়ঃ ৪৮ মিনিট।

পরীক্ষা–১০
২৯/০৩/২১

২১ তম থেকে ৩০ তম BCS এর বাংলা অংশ
মানঃ ৪০ মার্ক, সময়ঃ ৪৮ মিনিট।

পরীক্ষা–১১
৩১/০৩/২১

২১ তম থেকে ৩০ তম BCS এর ইংরেজি অংশ
মানঃ ৪০ মার্ক, সময়ঃ ৪৮ মিনিট।

পরীক্ষা–১২
০২/০৪/২১

২১ তম থেকে ৩০ তম BCS এর সাধারণ জ্ঞান অংশ
মানঃ ৪০ মার্ক, সময়ঃ ৪৮ মিনিট।

পরীক্ষা–১৩
০৫/০৪/২১

উপরোক্ত ১৪ টি পরীক্ষার প্রশ্ন থেকে নার্সিং ডিপার্টমেন্ট  অংশের থেকে ০২ টি সিট করা হবে যার প্রথমটি থেকে পরীক্ষা হবে।
সময় থাকবে ৯০ মিনিট, পূর্ণমান ৮০

পরীক্ষা–১৪
০৭/০৪/২১
উপরোক্ত ১৪ টি পরীক্ষার প্রশ্ন থেকে নার্সিং ডিপার্টমেন্ট  অংশের থেকে ০২ টি সিট করা হবে যার ২য় সিট থেকে পরীক্ষা হবে।
সময় থাকবে ৯০ মিনিট, পূর্ণমান ৮০

পরীক্ষা–১৫
০৯/০৪/২১

পূর্ণাঙ্গ ২০০ মার্কের পরীক্ষা নেয়া হবে।


পরীক্ষার সময় নিয়ন্ত্রণ ও পরিচালনা এবং মেরিট রেসাল্ট প্রকাশ করবেন
মো: সাইদুল ইসলাম
সিনিয়র স্টাফ নার্স
প্রধান এডমিন, মাইনার্সিং ক্লাব

প্রশ্নপত্র প্রণয়ন  খাতা মূল্যায়ন, পরামর্শ প্রদান করবেন
মোছা রাইশা আক্তার (নার্স)
ঢাকা শিশু হাসপাতাল
এডমিন, রাইটার এবং পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করবেন

জান্নাতুল নাঈমা (নার্স)
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, গাজীপুর
প্রশ্ন প্রণয়ণ ও উত্তরপত্র দেখবেন

রিয়া বড়ুয়া (নার্স)
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
প্রশ্ন প্রণয়ণ ও উত্তরপত্র দেখবেন

ছাদ্দাম হোসেন (নার্স)
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
প্রশ্ন প্রণয়ণ ও উত্তরপত্র দেখবেন

সাহিদা বেগম (নার্সিং সুপারভাইজার)
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
প্রশ্ন প্রণয়ণ ও পরামর্শ দেবেন

প্রশ্ন, নম্বর বন্টন, সময় ও রেসাল্টঃ

প্রতিটি পরীক্ষা নির্দিষ্ট সময়ে শুরু হবে এবং শেষ হবে।পরীক্ষার পরের দিন সকলের ইমেইলে প্রত্যেকের উত্তরপত্র এবং সঠিক উত্তরের কপি send করা হবে। অংশ নেয়া সকল পরীক্ষার্থীদের মধ্যে মেরিট লিস্ট দেয়া হবে, ফলে আপনার অবস্থান সম্পর্কে সহজে অনুমান করতে সক্ষম হবেন।

Exam এ অংশ নেয়ার জন্য বিস্তরিত দেখতে এখানে ক্লিক করুন....