অনলাইন পরীক্ষা– ১৪ (তারিখ: ২৫/০১/২০২১) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ

আজকের পরিক্ষা শেষ, পরের পরীক্ষা আগামিকাল রাত ১০ টা ৩০ মিনিটে।
আজকের পরীক্ষার রেসাল্ট  সকলের ইমেইলে প্রেরণ করা হবে। সাথে উত্তরপত্র থাকবে। 
তবে মেরিট বা মেধাক্রমে সিরিয়াল  এখানে রাত ১ টার পরে দেয়া হবে। তাছাড়া ফেজবুক গ্রুপেও দেয়া হবে।

আজকের পরীক্ষায় বাংলা (২০), ইংরেজি (২০),  সাধারণ জ্ঞান(২০)  এবং টেকনিক্যাল থেকে ৪০ টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে মেরিট রেসাল্টের ক্ষেত্রে।


আজ মোট পরীক্ষার্থী  : ৮৩২ জন
পরীক্ষার শেষে জমা দিয়েছেন: ৭৯০ জন
জমা দেননি বা সময় না থাকায় জমা দিতে পারেননি : ৪২ জন

যারা পরীক্ষাটি দিতে পারেননি, তারা চাইলে এখন দিতে পারবেন, মেরিট রেসাল্ট শুধু রাত ১০ টা ৩০ মিনিটের পরীক্ষার ক্ষেত্রে দেয়া হয়।

এই পরীক্ষার উত্তরসমূহ নিম্নরূপ:

০১। বাংলাদেশ সরকার (স্বাস্থ্য অধীদপ্তর) কার সাথে চুক্তি করেছেন করনার ভ্যাক্সিন নেয়ার জন্য?
(ক) অক্সফোর্ড
(খ) ভারত সরকার
(গ) ভারতের সেরাম ইনস্টিটিউট
(ঘ) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস √

০২। বাংলাদেশের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নাম কি?
(ক) ডা. জাহিদ মালিক √
(খ) ওবায়দুল কাদের
(গ) ড. দিপু মণি
(ঘ) মিসেস শাবানা মালেক

০৩। ভারতে প্রথম করনার ভ্যাক্সিন দেয়া হয় কত তারিখে?
(ক) ১৬ জানুয়ারি, ২০২১ √
(খ) ১০ জানুয়ারি, ২০২১
(গ) ২০ জানুয়ারি, ২০২১
(ঘ) ২২ জানুয়ারি, ২০২১

০৪। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
(ক) চিরস্থায়ী বন্দোবস্থ
(খ) দ্বৈত শাসন
(গ) সতীদাহ নিবারণ
(ঘ) পুলিশ √

০৫। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম?
(ক) অষ্টম √
(খ) দশম
(গ) দ্বাদশ
(ঘ) চতুর্দশ

০৬। বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?
(ক) চট্টগ্রাম
(খ) সিলেট √
(গ) ঢাকা
(ঘ) রাজশাহী

০৭। "অলিভ টারটল" বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
(ক) সেন্টমার্টিন √
(খ) চর আলেকজান্ডার
(গ) রাঙ্গাবালি
(ঘ) ছেড়াদ্বীপ

০৮। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
(ক) রাঙামাটি
(খ) খাগড়াছড়ি
(গ) বান্দরবান √
(ঘ) সিলেট

০৯। সাধারণ পরিষদের (জাতিসংঘ) নিয়মিত অধিবেশন শুরু হয় -
(ক) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার √
(খ) সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
(গ) সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
(ঘ) সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার

১০। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মণীয় নাম -
(ক) কাশাভুবু
(খ) প্যাট্রিক লুমুম্বা √
(গ) শোম্বে
(ঘ) মবুতু

১১। টিটি টিকা কয় ডোজ নিতে হয়?
(ক) ২ ডোজ
(খ) ৩ ডোজ
(গ) ৪ ডোজ
(ঘ) ৫ ডোজ √

১২। পেলেগ্রা রোগ হয় কোনটির অভাবে?
(ক) থায়াসিন
(খ) নায়াসিন √
(গ) ফলিক এসিড
(ঘ) আয়রণ

১৩।  কোনটি Obstetrics Emergency?
(ক) Hyperemesis √
(খ) PPH
(গ) Post maturity
(ঘ) Previous 2 c/s

১৪। Ligation অপারেশন কোথায় করা হয়?
(ক) Uterus
(খ) Ovary
(গ) Cervix
(ঘ) Fallopian tube √

১৫।  বাংলাদেশে মাতৃ মৃত্যুর হার (MMR) কত?
(ক) 1.7/100 live birth √
(খ) 1.47/1000 live birth
(গ) 2.7/1000 live birth
(ঘ) 0.7/1000 live birth

১৬। কিভাবে Fetal distress বুঝা যায়?
(ক) FHR দেখে √
(খ) Fetal wt নির্ণয় করে
(গ) Amniotic fluid এর পরিমাণ দেখে
(ঘ) মায়ের Blood pressure দেখে

১৭। রক্তশূন্যতার জন্য নিচের কোন ভিটামিন দায়ি?
(ক) ভিটামিন বি-১
(খ) ভিটামিন বি-২
(গ) ভিটামিন বি-১২ √
(ঘ) ভিটামিন বি-৬
 
১৮। For continuous irrigation of urinary bladder which fluid is better-- 
Question Type
(ক) 1.5% citrate solution
(খ) 5% dextrose in aqua
(গ) 0.9% sodium chloride √
(ঘ) DNS solution

১৯। দেহে এন্টিবডি তৈরি করে কোনটি?
(ক) শর্করা
(খ) আমিষ √
(গ) লবণ
(ঘ) পানি

২০। কচু শাকে কোন উপাদান বেশী থাকে?
(ক) আয়োডিন
(খ) লৌহ √
(গ) ভিটামিন
(ঘ) ক্যালসিয়াম

২১। Eclampsia ‘র জন্য যখন আমরা Magnesium sulphate injection দেই তখন আমাদেরকে নিচের কোন বিষয়টি অবশ্যই monitor করতে হবে?
(ক) তাপমাত্রা
(খ) Pulse
(গ) ইউরিনের পরিমাণ √
(ঘ) Lymph node

২২। ম্যাগনেশিয়াম শরীরের কোন রোগের প্রতিরোধ ক্ষমতা তৈরি করে?
(ক) ক্যান্সার
(খ) হৃদরোগ √
(গ) স্ট্রোক
(ঘ) মাইগ্রেন

২৩। উদরাময় রোগ কোনটি?
(ক) দাদ
(খ) পাঁচড়া
(গ) কলেরা √
(ঘ) কুষ্ঠ

২৪। অগ্ন্যাশয় হতে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোেন কোনটি?
(ক) পেনিসিলিন
(খ) ইনসুলিন √
(গ) ফোলিক এসিড
(ঘ) এমাইনাে এসিড

২৫। খাবার স্যালাইন বানানাের পর খাওয়ানাে যাবে—
(ক) ৬ ঘণ্টা
(খ) ১২ ঘণ্টা √
(গ) ৩ ঘণ্টা
(ঘ) ২ ঘণ্টা

২৬। WHO অনুযায়ী একজন গর্ভবতী মায়ের কমপক্ষে কতবার Antenatal visit করতে হবে?
(ক) ৪ বার √
(খ) ৫ বার
(গ) ৬ বার
(ঘ) ৭ বার

২৭। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহন করে -
(ক) অক্সিজেন ও গ্লুকোজ √
(খ) অক্সিজেন ও রক্তের আমিষ
(গ) ইউরিয়া ও গ্লুকোজ
(ঘ) এমাইনো এসিড ও কার্বন ডাই অক্সাইড

২৮। প্রথম গর্ভাবস্থায় টিটি টিকা কয় ডোজ নিতে হয়?
(ক) ১ ডোজ
(খ) ৩ ডোজ
(গ) ২ ডোজ √
(ঘ) ৫ ডোজ

২৯। কোনটি মানব দেহের জন্য ভাল কোলেষ্টেরল?
(ক) VLDL
(খ) LDL
(গ) Triglyceride
(ঘ) HDL √

৩০। একজন গর্ভবতী মায়ের দৈনিক ভিটামিন-A প্রয়ােজনক---
(ক) 175 IU
(খ) 555 IU
(গ) 750 IU
(ঘ) 15 IU √

৩১। যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
(ক) পদ্মা √
(খ) মেঘনা
(গ)  বঙ্গপসাগর
(ঘ) ইছামতি

৩২। বাংলাদেশে প্রথম কত তারিখে কোভিড-১৯ আক্রান্ত রােগী সনাক্ত হয়?
(ক) ৮ই এপ্রিল, ২০২০
(খ) ৩রা এপ্রিল, ২০২০
(গ) ২রা এপ্রিল, ২০২০
(ঘ) ৮ই মার্চ, ২০২০ √

৩৩। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
(ক) ইরান
(খ) সৌদি আরব
(গ) কুয়েত
(ঘ) ইরাক √

৩৪। পূর্বাশা দ্বীপের অপর নাম –
(ক) নিঝুম দ্বীপ
(খ) সন্দ্বীপ
(গ) দক্ষিণ তালপট্টি √
(ঘ) কুতুবদিয়া

৩৫। মাছ অক্সিজেন নেয় -
(ক) মাঝে মাঝে পানির উপর নাক তুলে
(খ) পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
(গ) পটকার মধ্যে জমানো বাতাস হতে
(ঘ) পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে √

৩৬। মুজিবনগর কোথায় অবস্থিত?
(ক) সাতক্ষীরা
(খ) মেহেরপুর √
(গ) চুয়াডাঙ্গা
(ঘ) গােপালগঞ্জ

৩৭। নবায়নযোগ্য শক্তির উৎস –
(ক) সূর্যরশ্মি √
(খ) পীট কয়লা
(গ) পেট্রল
(ঘ) প্রাকৃতিক গ্যাস

৩৮। যুক্তরাষ্ট্রের বর্তমান উপ রাষ্ট্রপতির নাম কি?
(ক) জো বাইডেন
(খ) ডোনাল ট্রাম্প
(গ) কমালা হ্যারিস √
(ঘ) রুজভেন্ট

৩৯। জর্জ ডাব্লিউ বুশ আমেরিকার কততম প্রেসিডেন্ট ছিলেন?
(ক) ৪২ তম
(খ) ৪৩ তম √
(গ) ৪৪ তম
(ঘ) ৪৫ তম

৪০। কল্লোল প্রকাশিত হয় –
(ক) ১৯২৩ √
(খ) ১৯২৪
(গ) ১৯২৫
(ঘ) ১৯২৭

৪১। ‘দিগন্ত’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) দিগ + অন্ত
খ) দিক্ + অন্ত √
গ) দিক + অন্ত
ঘ) দিগ্ + অন্ত

৪২। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যেগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় -
(ক) ১৯৩৫ সালে
(খ) ১৯৩৬ সালে √
(গ) ১৯৩৭ সালে
(ঘ) ১৯৩৯ সালে

৪৩। মধ্যযুগের শেষ কবি কে?
(ক) চন্ডিদাশ
(খ) ভারতচন্দ্র রায় গুনাকর √
(গ) আলাওল
(ঘ) মুকুন্দরাম

৪৪। The Origin and Development of Bengali Language গ্রন্থটি রচনা করেন?
(ক) ডঃ মুহম্মদ শহিদুল্লাহ
(খ) ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় √
(গ) হরপ্রসাদ শাস্ত্রী
(ঘ) স্যার জর্জ হ্যারিশন

৪৫। কোনটি শুদ্ধ বানান?
(ক) অদ্যপি
(খ) অদ্যাপি √
(গ) অদ্যপী
(ঘ) অদ্যাপী

৪৬। ‘গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) গব + এষণা
(খ) গো + এষণা √
(গ) গো + ষণা
(ঘ) গ + বেষণা

৪৭। কোন বাক্যটি শুদ্ধ?
(ক) দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। √
(খ) তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়।
(গ) সর্ব বিষয়ে বাণ্ডল্যতা বর্জন করা উচিত।
(ঘ) সলজ্জিত হাসি হেসে মেয়েটি উওর দিল।

৪৮। গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি?
(ক) শবপোড়া
(খ) মড়াদাহ
(গ) শবদাহ √
(ঘ) শবমড়া

৪৯। ‘আনারস’ ও ‘চাবি’ শব্দ দু’টি বাংলা ভাষা গ্রহণ করেছে -
(ক) পর্তুগিজ ভাষা হতে √
(খ) আরবী ভাষা হতে
(গ) দেশী ভাষা হতে
(ঘ) ওলন্দাজ ভাষা হতে

৫০। কোন বানানটি শুদ্ধ?
(ক) মুহুর্মুহু √
(খ) মূহুমুহু
(গ) মূহূর্মূহু
(ঘ) মূহুর্মূহু

৫১। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ- কে রচনা করেন?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায় √
(গ) মুহাম্মদ শহীদুল্লাহ
(ঘ) মুহাম্মদ এনামুল হক

৫২। সতীদাহ প্রথা কত সালে রহিত হয়?
(ক) ১৮১৯
(খ) ১৮২৯ √
(গ) ১৮৩৯
(ঘ) ১৮৪৯

৫৩। বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
(ক) কর্নওয়ালিস √
(খ) ক্লাইভ
(গ) জন মেয়ার
(ঘ) ওয়ারেন হেস্টিংস

৫৪। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
(ক) বিষের বাঁশী √
(খ) বন্দীর বন্দনা
(গ) সন্দ্বীপের চর
(ঘ) রূপসী বাংলা

৫৫। ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ ‒ কে বলেছেন?
(ক) চণ্ডীদাস √
(খ) বিদ্যাপতি
(গ) রামকৃষ্ণ পরমহংস
(ঘ) বিবেকানন্দ

৫৬। কোনটি রবীন্দ্রনাথের রচনা?
(ক) চতুরঙ্গ √
(খ) চতুষ্কোণ
(গ) চতুর্দশী
(ঘ) চতুষ্পাঠী

৫৭। ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।হউক দূর অকল্যাণ সকল অশোভন।’-চরণ দুটি কার লেখা?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) গোলাম মোস্তফা
(ঘ) শেখ ফজলল করিম √

৫৮। ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন-
(ক) বিনয় ঘোষ
(খ) সিকান্দার আবু জাফর √
(গ) মোহাম্মদ আকরাম খাঁ
(ঘ) তফাজ্জল হোসেন

৫৯। ট্রাজেডি,কমেডি ও ফার্সের মূল্ পার্থক্য-
(ক) জীবনানুভূতির গভীরতায় √
(খ) দৃষ্টিভঙ্গির সূক্ষতায়
(গ) কাহিনীর সরলতা ও জটিলতায়
(ঘ) ভাষার প্রকারভেদ

৬০। ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন-
(ক) কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ √
(খ) মোহাম্মদ বরকতউল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ
(গ) মোহাম্মদ আকরাম হক, মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ
(ঘ) কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ

৬১। The word ‘homogeneous’ means:
(ক) Of the same kind √
(খ) Of the same place
(গ) Of the same race
(ঘ) Of the same density

৬২। The synonyme of ‘genesis’ is-
(ক) introduction
(খ) preface
(গ) beginning √
(ঘ) foreword

৬৩। Which of the following sentance is a correct proverb?
(ক) Fools rush in where angels fear to tread √
(খ) Fools rush in were an angels fears to tread
(গ) A fool rushes in where an angels fear to tread
(ঘ) Fools rush in where the angels fear to tread

৬৪। The correct antonym of the word' Global' is
(ক) National
(খ) Regional √
(গ) International
(ঘ) Natural

৬৫। He — home yesterday.
(ক) has come
(খ) came √
(গ) comes
(ঘ) come

৬৬। নিচের কোন শব্দটির বানান সঠিক?
(ক) Committee √
(খ) Dicipline
(গ) Character
(ঘ) Acommodation

৬৭। The containing information of all subject- 
(ক) Dictionary
(খ) Encyclopedia
(গ) Appendix
(ঘ) Informatics √

৬৮। Complete the sentence : The train had started before—
(ক) We had reached the station.
(খ) We reached the station. √
(গ) We were reaching the station.
(ঘ) We had been reaching the station.

৬৯।  “আমি তােমার নিকট বিশেষ কৃতজ্ঞ” এর সঠিক ইংরেজী কোনটি?
(ক) I am much obliged to you
(খ) I am very general to you
(গ) I am very much grateful to you √
(ঘ) I am most obliged to you

৭০। What is the meaning of ‘SMS in cell phone-
(ক) Short Message Service √
(খ) Short Message System
(গ) System Management Service
(ঘ) Short Message System

৭১। He --- to school
(ক) go
(খ) come
(গ) went
(ঘ) goes √

৭২। The correct synonyms of word 'Huge' is-
(ক) Small
(খ) Big
(গ) Large
(ঘ) Massive √

৭৩। The correct antonym of the word' Global' is-
(ক) National
(খ) Regional √
(গ) International
(ঘ) Natural

৭৪। The bird sings sweetly. Here "sweetly" is—
(ক) a verb
(খ) an adverb √
(গ) an adjective
(ঘ) a conjunction

৭৫।  I said to him, "Is he a Doctor?" Turn the sentence into indirect speech.
(ক) I said to him that he was a doctor.
(খ) I said to him whether he is a doctor.
(গ) I asked him whether he is a doctor.
(ঘ) I asked him whether he was a doctor. √

৭৬। Try hard lest you—fall.
(ক) may
(খ) might
(গ) should √
(ঘ) would

৭৭। My uncle has three sons, ---- work in the same office.-which of the following is the best form of pronoun in the above sentence?
(ক) all of them
(খ) who all
(গ) they all
(ঘ) all of whom √

৭৮। "Call to mind" means --
(ক) fantasize
(খ) attend
(গ) remember √
(ঘ) request

৭৯। "Pass away" means--
(ক) disappear
(খ) die √
(গ) erase
(ঘ) fall

৮০। Are you doing anything special --- the week-end?
(ক) in
(খ) for
(গ) on
(ঘ) at √

৮১। ধারালাে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালাে পদ্ধতি
(ক) Autoclave √
(খ) Chemical Sterilization
(গ) Boiling
(ঘ) Formaline

৮২। Nurse is to collect blood for C/S from which sites?
(ক) Cannula site √
(খ) Artery
(গ) Vein
(ঘ) Both artery & vain

৮৩।  Bed side test for urinary protein examination?
(ক) Benedicts test
(খ) Heat coagulation test √
(গ) Rothara's test
(ঘ) Heat precipitation test

৮৪। শিশু জন্মের পর Umbilical cord বাধতে হয়—
(ক) ১ মি. পর
(খ) ২ মি. পর
(গ) ৩ মি. পর
(ঘ) ১ থেকে ৩ মিনিটের মধ্যে √

৮৫। Foetal lie সবচাইতে বেশি হয় কোনটি?
(ক) Longitudinal Lie √
(খ) Transverse Lie
(গ) Oblique Lie
(ঘ) Unstalbe Lie

৮৬। Apgar Score এ বাচ্চার কোন Condition ধরা হয় না?
(ক) Skin colourate
(খ) Respiratory movement
(গ) Muscle tone
(ঘ) Body weight √

৮৭। You are on duty in NICU. A baby developed respiratory distress with frothy discharge, what will be your first action? 
(ক) Start oxygen therapy
(খ) Naso gastric suction
(গ) Propped up position
(ঘ) Oral & naso pharyngeal suction √

৮৮। What is the ideal recovery position of patient after oral surgery?
(ক) Supine position with head down
(খ) Lateral position with slight head up √
(গ) Lateral position with slight head down
(ঘ) 15° head up position

৮৯। Male urethra এর length—
(ক) 4 cm
(খ) 6 cm
(গ) 8 cm
(ঘ) 20 cm √

৯০। নিরাপদ মাতৃত্ব দিবস কবে?
(ক) ২৪ মে
(খ) ২৬ মে
(গ) ২৮ মে √
(ঘ) ৩০ মে

৯১। জন্মের সময় বাচ্চার মাথা অনেক বড় হলে তাকে কি বলা হয়?
(ক) Macrocephalus √
(খ) Cephalo hematoma
(গ) Hydrocephalus
(ঘ) Hydronephrosis

৯২। Absolute bed rest with oxygen therapy is essential for the treatment of?
(ক) Chronic bronchial asthma
(খ) Congenital heart disease
(গ) Chronic renal failure
(ঘ) Acute left ventricular failure √

৯৩। Which drug needs skin test before administration?
(ক) Methyldopa
(খ) Corticosteroid
(গ) Ketoprofen
(ঘ) Benzyl penicillin √

৯৪। EDD (Expected date of Delivery) গোণা হয়—
(ক) LMP থেকে ৯ মাস + ৭ দিন √
(খ) LMP থেকে ১০ মাস + ৭ দিন
(গ) LMP থেকে ৯ মাস বিয়ােগ ৭ দিন
(ঘ) LMP থেকে ১০ মাস ১০ দিন

৯৫। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
(ক) কে আর্তনাদ
(খ) শঙ্খনীল কারাগার
(গ) জাহান্নাম হইতে বিদায় √
(ঘ) কাঁটাতারে প্রজাপতি

৯৬। সূর্যমূখী চরিত্রটি কোন উপন্যাসের?
(ক) শেষের কবিতা
(খ) গোরা
(গ) বিষবৃক্ষ √
(ঘ) ছুটি

৯৭। "তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ" উক্তিটি কোন কবির?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সুকান্ত ভট্টাচার্জ
(গ) কাজী নজরুল ইসলাম √
(ঘ) কায়কোবাদ

৯৮। শরীর হতে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয় কোনটি?
(ক) রক্ত নালিকা
(খ) যকৃত
(গ) ফুসফুস
(ঘ) কিডনি √

৯৯। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্ত্র কোনটি
(ক) UNICEF
(খ) IMF
(গ) IRC
(ঘ) icddr √

১০০। জন্ডিসে আক্রান্ত হয় –
(ক) যকৃত √
(খ) কিডনি
(গ) পাকস্থলী
(ঘ) হৃৎপিণ্ড