অনলাইন পরীক্ষা– ১২ (তারিখ: ১৭/০১/২০২১) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ

আজকের পরিক্ষা শেষ, পরের পরীক্ষা আগামিকাল রাত ১০ টা ৩০ মিনিটে।
আজকের পরীক্ষার রেসাল্ট ১১:২২ মিনিটে সকলের ইমেইলে নিজ নিজ  উত্তরসমূহের কপি প্রেরণ করা হয়েছে। সাথে উত্তরপত্র রয়েছে। 
তবে মেরিট বা মেধাক্রমে সিরিয়াল  এখানে রাত ১ টায় দেয়া হবে। তাছাড়া ফেজবুক গ্রুপেও দেয়া হবে

আজকের পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান  এবং টেকনিক্যাল থেকে ৫০টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে মেরিট রেসাল্টের ক্ষেত্রে।


আজ মোট পরীক্ষার্থী  : ৬৪৬ জন
পরীক্ষার শেষে জমা দিয়েছেন: ৫৫৫ জন
জমা দেননি বা সময় না থাকায় জমা দিতে পারেননি : ৯১ জন

যারা এখন পরীক্ষা দিতে পারেননি তারা  এখন এই পরীক্ষাটি দিতে পারবেন, তবে এখন দিলে কোনো মেরিট রেসাল্ট প্রকাশ হবেনা। তবে আপনার ভুল উত্তরগুলির সঠিজ উত্তর দেখতে পাবেন। পরীক্ষাটি দিতে নিচে ক্লিক করুন


Merit List
kk

এই পরীক্ষার সঠিক উত্তরসমূহ নিচে দেয়া হলোঃ
০১। বঙ্গবন্ধুর স্বপরিবারে হত্যাকালে  ছোট ছেলে শেখ রাসেলের বয়স কত ছিল?
(ক) ৮ বছর
(খ) ১০ বছর √
(গ) ১২ বছর
(ঘ) ১৪ বছর

০২। সূর্যমূখী চরিত্রটি কোন উপন্যাসের?
(ক) শেষের কবিতা
(খ) গোরা
(গ) বিষবৃক্ষ √
(ঘ) ছুটি

০৩। "তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ" উক্তিটি কোন কবির?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সুকান্ত ভট্টাচার্জ
(গ) কাজী নজরুল ইসলাম √
(ঘ) কায়কোবাদ

০৪। "মানুষের মাঝে সরক নরক, মানুষেতে সুরাসুর" কে বলেছেন?
(ক) চন্ডিদাশ
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) শেখ ফজলুল করিম √
(ঘ) শামসুর রহমান

০৫। বাংলা সাহিত্যের শ্রেষ্ট কিশোর চরিত্র কে?
(ক) ফটিক
(খ) ইন্দ্রনাথ √
(গ) শ্রীকান্ত
(ঘ) মহেশ

০৬। খন্ডপ্রলয় বাগধারার সঠিক অর্থ কি?
(ক) তুমুল কলহ √
(খ) অল্প বাতাস
(গ) সাময়িক ঝড়গা
(ঘ) ভীষণ ঝড়

০৭। অর্থবিচারে তুরঙ্গম কোন ধরনের শব্দ?
(ক) যোগরূঢ় √
(খ) রূঢ়
(গ) যৌগিক
(ঘ) অর্থহীন

০৮। একটি তুলসি গাছের কাহিণী" গল্পের মূল কাহিণী কি?
(ক) পারিবারিক
(খ) রাজনৈতিক √
(গ) সামাজিক
(ঘ) অর্থনৈতিক

০৯। হাসাহাসি' কোন সমাস?
(ক) দ্বিগু
(খ) তৎপুরুষ
(গ) কর্মধারয়
(ঘ) ব্যতিহার বহুব্রীহি সমাস √

১০। Many a little pickle makes a—. Fill in the blank space
(ক) tickle
(খ) sickle
(গ) mickle √
(ঘ) blackle

১১। Please keep an ___ on the baby
(ক) hand
(খ) ear
(গ) apple
(ঘ) eye √

১২। What is the meaning of 'a bed of roses'?
(ক) bed full of roses
(খ) a comfortable bedroom
(গ) a life only of joy and happiness √
(ঘ) a soft rosy hed

১৩। I prefer tea - coffee.
(ক) than
(খ) with
(গ) to √
(ঘ) since

১৪। Which gland secrets thyroxin?
(ক) Pituitary gland
(খ) Hypothalamus
(গ) Adrenal gland
(ঘ) Thyroid gland √

১৫। He did not let me — the guitar.
(ক) to play
(খ) play √
(গ) playing
(ঘ) could play

১৬। The word 'flame'means-
(ক) passion
(খ) burst
(গ) fire √
(ঘ) light

১৭। Which of the following is a correct sentence?
(ক) Ten miles are a long distance
(খ) Ten miles are long distance
(গ) Ten miles is long distance
(ঘ) Ten miles is a long distance √

১৮। পিএলও (PLO) কবে গঠিত হয়?
(ক) ১৯৬৪ সালে √
(খ) ১৯৬৫ সালে
(গ) ১৯৬৬ সালে
(ঘ) ১৯৬৭ সালে

১৯। বাংলাদেশের সবচেয়ে ছােট ইউনিয়ন কোনটি?
(ক) লালপুর
(খ) হাজিপুর √
(গ) হিলি
(ঘ) লালমােহন

২০। The boy from the village said, 'I - starve than beg.'
(ক) better
(খ) rather
(গ) would rather √
(ঘ) would better

২১। ফুসফুসের নিকটবর্তী বাম ও ডান শাখাকে কিবলে?
(ক) শ্বাসনালি
(খ) শ্লেম্বা
(গ) গলাবিল
(ঘ) ব্রংকাই √

২২। শরীর হতে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয় কোনটি?
(ক) রক্ত নালিকা
(খ) যকৃত
(গ) ফুসফুস
(ঘ) কিডনি √

২৩। Whooping cough-এর জীবাণুর নাম কি?
(ক) Bordetella pertussis √
(খ) Yersinia pestius
(গ) Treponema pallidum
(ঘ) Cl. Tetani

২৪। সায়ানো ব্যাকটেরিয়ার উদাহরণ কোনটি?
(ক) E. coli
(খ) Nostoc √
(গ) Sarcina
(ঘ) Spirillun

২৫। Epiglottis কোথায় অবস্থিত?
(ক) ব্রংকাস
(খ) ট্রাকিয়া
(গ) Larynx √
(ঘ) Pharynx

২৬। Communicable disease কোনটি নয়?
(ক) Diarhoea
(খ) Cholera
(গ) Malaria
(ঘ) IHD √

২৭। Following vaccine are given in EPI except?
(ক) BCG
(খ) Measles
(গ) Polio
(ঘ) Mumps √

২৮। Dengue fever causes by? 
(ক) Parasite
(খ) Bacteria
(গ) Fungus
(ঘ) RNA virus √

২৯। মানবদেহে বার্ড ফ্লু সর্বপ্রথম দেখা দেয় কত সালে?
(ক) ১৯৪৫ সালে
(খ) ১৮৬০ সালে
(গ) ১৯৬৫ সালে
(ঘ) ১৯৯৭ সালে √

৩০। নিচের কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন বা দুর্লভ?
(ক) ও নেগেটিভ
(খ) ও পজেটিভ
(গ) এবি পজেটিভ
(ঘ) গোল্ডেন ব্লাড √

৩১। নার্ভাস সিস্টেমের স্ট্রাকচার ও ফাংশনাল ইউনিটকে কি বলে?
(ক) নিউক্লিয়াস
(খ) নেফ্রন
(গ) রেচন
(ঘ) নিউরন √

৩২। মূত্রের মূল উপাদান কি?
(ক) নাইট্রোজেন যৌগ
(খ) মিথেন যৌগ
(গ) সালফাইট যৌগ
(ঘ) এম্যাইনো যৌগ √

৩৩। নিচের কোনটি TT  এর সঠিক পূর্ণরূপ
(ক) Tetanus Tuxoid
(খ) Titanus Tuxoid
(গ) Tetanus Touxoid
(ঘ) Tetanus Toxoid √

৩৪। মানব দেহে দৈনিক আয়োডিনের নূন্যতম চাহিদা কত?
(ক) ২০০ মাইক্রো গ্রাম
(খ) ১০০ মাইক্রো গ্রাম
(গ) ১৫০ মাইক্রো গ্রাম √
(ঘ) ১০০ গ্রাম

৩৫। সিরোসিস স্বাধারণত কোথায় হয়?
(ক) ফুশফুস
(খ) হৃদপিন্ড
(গ) পিত্তথলি
(ঘ) লিভার √

৩৬। জিন থেরাপি সর্বপ্রথম কোন রোগে ব্যাবহৃত হয়েছিল?
(ক) ক্যান্সার
(খ) এইডস
(গ) ডেঙ্গু জর
(ঘ) এডিও √

৩৭। কাজী নজরুল ইসলামেরের স্ত্রীর নাম কি?
(ক) প্রমি
(খ) নার্গিছ বেগম
(গ) আশামণি
(ঘ) আশালতা সেনগুপ্ত √

৩৮। কোয়াশিয়রকর রোগ হয় কেন?
(ক) শর্করা জাতীয় খ্যাদ্যের অভাবে
(খ) চর্বি জাতীয় খ্যাদ্যের অভাবে
(গ) ষিটামিন ই এর অভাবে
(ঘ) প্রোটিন জাতীয় খ্যাদ্যের অভাবে √

৩৯। কোন বিজ্ঞানি রোগজীবাণু তত্ত্ব আবিষ্কার করেন?
(ক) ডারউইন
(খ) ল্যাভসিয়ে
(গ) আলেকজান্ডার ফ্লেমিং
(ঘ) লুই পাস্তুর √

৪০। ফ্লোরেন্স নাইটিঙগেল কত তারিখে জন্মগ্রহণ করেন?
(ক) ১৩ আগস্ট, ১৯১০
(খ) ১৩ জুন, ১৯১০
(গ) ১২ মে, ১৮৯০
(ঘ) ১২ মে ১৮২০ √

৪১। জনসংখ্যা নিয়ন্তণ ও পরিবার পরিকল্পনা পরিদপ্তর কত সালে গঠিত হয়?
(ক) ১৯৭২
(খ) ১৯৭৫ √
(গ) ১৯৭৭
(ঘ) ২০১৩

৪২। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্ত্র কোনটি
(ক) UNICEF
(খ) IMF
(গ) IRC
(ঘ) icddr √

৪৩। বেবি জিংক ট্যাবলেটের আবিষ্কারক কে?
(ক) IRC
(খ) UNESCO
(গ) UNICEF
(ঘ) icddr,b √

৪৪। "বাথ কোন দেশের মুদ্রার নাম?
(ক) চীন
(খ) ভিয়েতনাম
(গ) সিঙ্গাপুর
(ঘ) থাইল্যান্ড √

৪৫। কত সাল থেকে বাংলাদেশ বিদেশে জনশক্তি রপ্তানি শুরু করে?
(ক) ১৯৭২ সাল থেকে
(খ) ১৯৭৪ সাল থেকে
(গ) ১৯৭৫ সাল থেকে
(ঘ) ১৯৭৬ সাল থেকে √

৪৬। প্রথমবার বাংলাদেশের জাতীসংঘের সদস্যপদ দেয়ার বিরোধিতা করেছিল কোন দেশ?
(ক) পাকিস্তান
(খ) আমেরিকা
(গ) চীন √
(ঘ) জার্মান

৪৭। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?
(ক) রাঙামাটি
(খ) বান্দরবন
(গ) ঢাকা
(ঘ) গাজীপুর √
 
৪৮। আলিবর্দীর সময়ে বাংলার রাজধানী কোথায় ছিল?
(ক) ঢাকা
(খ) কলকাতা
(গ) পাটনা
(ঘ) মুর্শিদাবাদ √

৪৯। মুক্তিযুদ্ধে প্রবাসি বাংলাদেশ সরকারের অফিস ছিল কোথায়?
(ক) মুজিবনগর
(খ) ঢাকা
(গ) কলকাতা √
(ঘ) করাচি

৫০। সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা (বীরপ্রতিক) শহীদুল ইসলাম লালুর বয়স কত ছিল যুদ্ধের সময় ?
(ক) ১০ বছর
(খ) ১২ বছর
(গ) ১৩ বছর √
(ঘ) ৯ বছর